রাশিয়ার নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ মিসাইল 3M22

হাইপারসনিক, মিসাইল,
3M22 হচ্ছে রাশিয়ার নতুন জিরকন ক্লাসের হাইপারসনিক ক্রুজ মিসাইল। গত ১৯ এপ্রিল এটি পরিক্ষা করা হয়।পরিক্ষার সময় এটির গতি ছিল ৬১২৫ কিঃমিঃ অর্থ্যাৎ ম্যাক ৬। ২০১৮ সালের দিকে এটি সার্ভিসে আসবে রাশিয়া। প্রথমিকভাবে এটির রেন্জ হতে পারে ৫০০-১০০০ কিঃমিঃ।পরবর্তিতে এটির রেন্জ ৩০০০ কিঃমিঃ পর্যন্ত বাড়ানো হবে।এটি পারমাণবিক এবং কনভেনসনাল উভয় ওয়ারহেড বহন করতে পারে,তবে কত কেজি এটি পে লোড করতে পারে তা প্রকাশ করে নি।
মস্কোর মতে, কোন এয়ার ডিফেন্সের পক্ষে এটিকে ইন্টাসেপ্ট করা এক কথায় অসম্ভব।মিসাইলের আতুর ঘর হিসাবে খ্যাত রাশিয়ার নতুন প্রজন্মের কিরোভ ক্লাস ক্রসার,সিস্টার শীপ এডমিরাল নিকরোভ ক্রজার,ইয়াসিন ক্লাস,সাবমেরিন, প্রজেক্ট ৯৭১ সুকুকা -বি ক্লাস সাবমেরিন এবং ৫ম প্রজন্মের হেস্কি ক্লাস (SSN) সাবমেরিন এটি বহন করবে।এছাড়াও প্রডাকশনে থাকা টিইউ-১৬০এম২ এবং ভবিষ্যৎ স্টিলেথ বোম্বার পাক ডিএ এটি বহন করবে।
Powered by Blogger.