VAB অত্যাধুনিক ঝটিকা আক্রমনকারী যুদ্ধযান।
ঝটিকা অভিযানের জন্য খুবই যুগোপযোগী যুদ্ধযান Vab( véhicule de l'avant blindé)এটি একটি ফরাসী শব্দ। ৪×৪ আয়তনের যুদ্ধযানটি ২ জন ক্রু সহ এগারো জন পদাতিক সৈনিক নিয়ে ঘন্টায় ৯০ কি.মি গতিতে ছুটতে পারে। ক্রুদের নিরাপত্তার জন্য আছে NBC প্রটেকশন যা ক্রুদের পরমাণু বা রাসায়নিক ক্ষেপণাস্ত্রের স্বীকার হলেও এর তেজস্ক্রিয়তা ক্রুদের ওপর প্রভাব পড়বে না।
তাছাড়া এর সাথে যোগ করা যাবে ১৪.৫ মিমি বিমান বিধ্বংসী মেশিন গান ও ৭.৬২ মিমি অটোমেটিক মেশিন গান এবং ২০ মিমি স্বল্প পাল্লার গাইডেড মিসাইল।
যার ফলে পদাতিক সৈন্যরা নিজেদের সুরক্ষা রাখতে পারবে। ফ্রান্স ১৯৮০ সাল থেকে এখন পযন্ত প্রায় ৫০০০ টি এরকম যুদ্ধযান তৈরি করে যার বেশিরভাগ ইন্দোনেশিয়া, ইতালি, মরক্কো, লেবানন ও চাদ দেশে রপ্তানি করা হয়।