ইরানের নিজস্ব প্রযুক্তি তে তৈরি সার্ভেলেন্সি ড্রোন।

Dron

ইরানের সেনাবাহিনীর প্রদর্শনী তে ইরান দুনিয়ার সামনে প্রকাশ করলো তাদের নিজস্ব প্রযুক্তি তে বানানো শরিফ নামে একটি সার্ভেলেন্সি ড্রোন। প্রধানত সার্ভেলেন্সি ড্রোন হলেও এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি শক্রর কমিউনিকেশন সিস্টেম কে জ্যাম করে দিতে পারবে। এছাড়াও এটিতে গোপনে তথ্য জানার জন্য হাই রেজুলিউশন ক্যামেরা লাগানো হয়েছে ও এতে রয়েছে শক্রকে ধ্বংস করার জন্য লেজার ওয়েপেন সিস্টেম। এর ক্যামেরা ও ট্যান্সফার সিস্টেম টি গ্রাইন্ড ফোর্স আর্টালিটির টেনিং সেন্টারের ছাত্ররা তাদের মেগা ও পরিশ্রম কে কাজে লাগিয়ে প্রস্তুত করেছে। এর বৈশিষ্ট্য সমন্ধে ইরান বেশী তথ্য প্রকাশ না করলেও জানা গেছে এই ড্রোন টির রেঞ্জ ১০০কিমি ও এটি শক্র ড্রোনের ক্যামেরা, সার্ভিলেন্সি সিস্টেম ও কমিউনিকেশন সিস্টেম কে পুরোপুরি অচল করে দিতে পারদর্শী।

Powered by Blogger.