|
রাশিয়ার লেজার উইপন্স |
সমারাস্ত্র রীতিমত বিপ্লব ঘটাচ্ছে উন্নত এবং শক্তিধর দেশগুলো। কার্যত
শক্তিধর দেশের সামরিক গবেষকরা কার্যত প্রতিদিনই একের পর এক সমরাস্ত্রের
উদ্ভাবন করে যাচ্ছেন। আর তেমনই তাদের আবিস্কার যুদ্ধ হোক লাইটে! অবাক
হচ্ছেন। হ্যাঁ, আগামী দিনে আর যুদ্ধে মিসাইল, বন্দুকের মতো সমরাস্ত্রের
প্রয়োজন হবে। শুধু লাগবে শক্তিশালী লেসার।
আর তা নিজেদের হাতে নিয়ে ফেলল
রাশিয়া। বহুল প্রতিক্ষিত লেসার ওইপনের সফল পরীক্ষা চালাল মস্কো। যার ফলে এখন থেকে শুধুমাত্র
শত্রুপক্ষকে টার্গেট করতে হবে, শুধু বোতাম টিপলেই শক্তিশালী রশ্মী ছুটে
গিয়ে শত্রুকে ধংস করে দেবে।
|
রাশিয়ার লেজার উইপন্সের পরিক্ষা |
দীর্ঘদিন লেসার রশ্মী নিয়ে পরীক্ষা
নিরীক্ষা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং রাশিয়া। ইতিমধ্যে রাশিয়ার মতোই লেসার
শক্তির সমস্ত প্রযুক্তিও নিজেদের রন্ধ্রে নিয়ে ফেলেছে মার্কিন বাহিনী।