ন্যাটো সদস্য রোমানিয়ার সামরিক শক্তি।
Land_Force |
Land_Force_or_Army:- রোমানীয় সেনাবাহিনীর উল্লেখযোগ্য ভারী অস্ত্রশস্ত্র এর ভেতর রয়েছে M-85M1 Tank, MLI-84M IFV, SA-8 Missile.
♣ Main Battle Tanks-------------- 1098
♣ IFV & AVB----------------------- 122
♣ APC---------------------------- 1413
♣ Towed Artillery & mortar--------1359
♣ Multiple Rocket Launchers------ 188
♣ Shot Range Surface to Air Missiles--104 unit
এছাড়া ল্যান্ড ফোর্স এর নিজস্ব স্পেশাল ফোর্স রয়েছে যা 1st Special Operations Battalion- The Eagles নামে পরিচিত।
রোমানিয়া এয়ারফোর্স |
*Air_Force
♣ রোমানীয় বিমান বাহিনী খুব একটা আধুনিক নয় বরং অনেক বেশি ব্যাকডেটেড বলা চলে কারণ এই বিমান বাহিনীর মূল ফাইটার বা ইন্টারসেপ্টর হচ্ছে সোভিয়েত আমলের Mig-21, যা অবশ্য পরে ইসরাইল এর সহায়তায় তারা আপগ্রেডেশন করেছে। অবশ্য ১২ টি F-16A/B অর্ডার করা হয়েছে এই বাহিনীর আধুনিকায়ন এর জন্য। এই বাহিনীর ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সক্ষমতা আবার ব্যাপক,, C-17 G-lll, C-130H এর মত ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে। এছাড়া ৬ টি UAV/ড্রোন, রিকন এয়ারক্রাফট ইত্যাদি। বর্তমানে এই বাহিনীর রয়েছে...
.
♣ Mig-21 Lancer--------------------36
♣ Fixed-Wing Attack Aircraft-------- 26
♣ Transport Aircraft----------------- 78
♣ Trainer Aircraft------------------- 24
♣ Helicopters-----------------------86
রোমানিয়া নেভি |
*Naval_Force_or_NAVY:-
৭,১৫০ জন নিয়মিত সদস্য সমেত গড়ে উঠেছে রোমানীয় নৌবাহিনী। এই বাহিনীর প্রধান বিচরণ ক্ষেত্র ব্ল্যাক-সী বা ক্রিস্ন সাগর। এই বাহিনীর নৌবহরে রয়েছে...
♣ G.Missile Frigates--------------03
♣ G.Missile Corvettes-------------07
♣ First Attack Craft--------------- 03
♣ Coastal Defense Craft-----------20
♣ Mine Warfare Ship--------------05
♣ IAR-330 Helicopter------------- 03
সর্বোপরি বিবেচনা করলে দেখা যায় রোমানীয় সামরিক বাহিনী নিজেদের সক্ষমতা বৃদ্ধির চাইতে NATO এর উপরি বেশি নির্ভরশীল।