দূর্লভ ঐতিহ্যবাহি সোভিয়েত ইউনিয়নের মিগ-৩ বিমান।

মিগ-৩ যুদ্ধ বিমান,  মিগ-২৯এম২ যুদ্ধবিমান
উপরেরটা মিগ-৩ এবং নিচেরটা মিগ-২৯এম২ যুদ্ধবিমান

রাশিয়া বা বলা চলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সবসময়ই পশ্চিমাদের তুলনায় টেকসই বিমান বানিয়েছে বা বানানোর চেষ্টা করেছে। কিন্তু সোভিয়েতদের বিমান সার্ভিস লাইফে টেকসই হলেও রিটায়ার্ড করার পর তাদের আর সংরক্ষণ করা হয় না ফলে বর্তমানে পশ্চিমাদের অনেক পুরানো যুদ্ধ বিমান বিভিন্ন এয়ার শো তে দেখা গেলেও সে তুলনায় সোভিয়েত বিমান প্রায় দেখাই যায় না। তবুও কিছু লোকের ব্যক্তিগত উদ্যোগের ফলে এখনও কিছু পরিমাণ পুরানো সোভিয়েত বিমানের অস্তিত্ব রয়েছে। ছবিটিতে সেরকমই একটি মিগ-৩ বিমান যা মিকোয়ান গুরেভিচ ডিজাইন ব্যুরোর প্রথম সফল বিমান ও এর সাথে মিগ-২৯এম২ যা মিকোয়ানের ডিজাইন করা বর্তমানে সার্ভিসে থাকা সবচেয়ে আধুনিক বিমান। অর্থাৎ এই ছবিটি প্রায় ৭৭ বছরে মিকোয়ানের অগ্রগতিকে নির্দেশ করে যদিও ছবিটি কিছুটা ভিন্ন হতে পারত কারণ সোভিয়েত ইউনিয়নের শেষলগ্নে এফ-২২ কে কাউন্টার করার জন্য মিকোয়ান ডিজাইন ব্যুরো একটি বিমান তৈরীর উদ্যোগ নিয়েছিলো যদিও সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে সেটি কখনই সার্ভিসে আসেনি, তবে গুজব আছে সেই ডিজাইনটি থেকেই চীনাদের জে-২০ বিমানের জন্ম হয়েছে.....
Powered by Blogger.