মিয়ানমার আর বাংলাদেশের সামরিক সক্ষমতার অবস্থা
মিয়ানমারের নৌবাহিনী পাঁচটি গাইডেড মিসাইল স্টীলথ ফ্রিগেট তৈরি করেছে। এর সমকক্ষ কোনো ফ্রিগেট এখনো যুক্ত হয় নি। মিয়ানমারের বিমানবাহিনীর একত্রিশ টি মিগ ২৯ রয়েছে আমাদের আটটি।মিয়ানমার বিমান বাহীনী ১৬ টি JF-17 অর্ডার করেছে বলে শুনেছি এবং আরো ১৬ টি su-30 সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে। মিয়ানমার বিমান বাহীনী ২৪ টি ইয়াক ১৩০ অর্ডার করেছে আর আমরা ১৬ টা কিনেছি। সেই ২০১২ সাল থেকে মুলা ঝুলায় রাখছে এখনো মাল্টিরোল ফাইটার প্লেন পেলাম না। মিয়ানমার বিমান বাহিনীর হাতে ২০ টা/৯ টা এটাক হেলকপ্টার আছে আমাদের নাই। আমাদের ১৮ টা স্রল্ফ প্রোপেল্ড গান আছে আর মিয়ানমার এর আছে ১০৮ টা। মিয়ানমারের ৯০০ টি হুইটজার আছে আর আমাদের জিরো। MBT-2000 ট্যাংক আমাদের আছে চুয়াল্লিশ টা আর মিয়ানমারের হাতে আছে ২০০ টা। MLRS এর সং্খ্যাও ওদের অনেক বেশি আর আমাদের মনে হয় এক ব্যাটারি।স্যাম সিস্টেম। ওদের আছে HQ 9 যার রেঞ্জ ২০০ কিমি। আমাদের শুধু FM-90 যার রেঞ্জ মাত্র ১৫ কিমি। আমাদের দুইটা সেকেন্ড হ্যান্ড মিং ক্লাস সাবমেরিন অর্ডার করেছে আর মিয়ানমার ৪ টি কিলো ক্লাস অর্ডার করেছে। উন্নতির মূলা ঝুলেই আছে। গাধাও ভালোই খাচ্ছে। খাইতে থাক গাধারা।আমি এগুলো বললাম জানি না কোন আঈনে আবার জেল ফাস হয়ে যায়।আজ স্বাধীনতা আমার বধির মুখ।।
- আধুনিক সমরাস্ত্র অবলম্বনে Sohanshibly Sohan