M67 ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড

 আজ আমরা জানবো M67 ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড সম্পর্কে৷ কথা না বাড়িয়ে এবার আলোচনা শুরু করছি৷
M67 Frag Grenade আমেরিকার তৈরী একটি হ্যান্ড গ্রেনেড৷ আমেরিকান সেনাবাহিনীর ব্যবহৃত প্রধান অস্ত্রগুলোর মধ্যে এটি একটি৷ আমেরিকা ছাড়াও অনেক দেশ বর্তমানে এটি ব্যবহার করে৷ এটি মূলত ডিজাইন করা হয় ৫০ এর দশকের শেষের দিকে৷ 1968 সালে এটি সার্ভিসে আসে এবং এখনও এটি ব্যবহার করা হয়৷ এটি ওজনে তুলনামূলকভাবে অন্যান্য গ্রেনেডের চেয়ে হালকা বিধায় অনেকগুলো একসাথে বহন করা যায় ৷ চলুন এক কথায় দেখে নেয়া যাক এর সকল ইনফরমেশন৷
টাইপ: হ্যান্ড গ্রেনেড
উৎপত্তি: আমেরিকা
ব্যবহার হবার সময়কাল: 1968-- বর্তমান
ব্যবহারকারী দেশ: আমেরিকা, কানাডা, আর্জেন্টিনা, তুরস্ক, মালয়েশিয়া
যেসব যুদ্ধে ব্যবহার করা হয়েছে: ভিয়েতনাম যুদ্ধ, পার্সিয়ান গালফ যুদ্ধ, ফকল্যান্ড যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, ইরাক যুদ্ধ
ডিজাইন: 1950
দৈর্ঘ্য: 3.53 inch(90 mm)
প্রস্থ: 2.5 inch(64 mm)
ওজন: 0.875 lb(0.397kg)
ফিলিং: Composition B
ফিলিংয়ের ওজন: 0.4 lb(0.18kg)
ডেটোনেশন মেকানিজম: Pyrotechnic delay M213 fuze-- 4 sec
ইনজুরি রেডিয়াস: 15m(49 ft)
ফ্যাটালিটি রেডিয়াস: 5 m(16ft)
ছোড়ার দূরত্ব: 30-35 m(98-115 ft)

এর বডি স্টিল নির্মিত৷ সেফটি পিনের সাথে সেফটি ক্লিপ থাকার কারণে দুর্ঘটনাবশত পিন খুলে গেলেও কোনো সমস্য হয় না৷ এটটিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় হ্যান্ড গ্রেনেড হিসেবে বিবেচনা করা হয়৷ এটির আগের ভার্সনের নিচের দিকটা লম্বাটে হলেও বর্তমানে এটি গোলাকার৷ ফলে এটির গ্রিপ ভালো এবং হাতে ধরতে কোনো অসুবিধা হয় না৷ আমেরিকান সেনাবাহিনী এটিকে বিশ্বের সর্বাপেক্ষা উত্তম গ্রেনেড হিসেবে দাবি করে৷
Powered by Blogger.