প্রথম
নিউক্লিয়ার বোমা তৈরীর পর থেকে আমেরিকা ও রাশিয়া এখন পর্যন্ত ৫১ টি
নিউক্লিয়ার বোমা হারিয়ে ফেলেছে। এর মধ্যে ৪০ টি রাশিয়া একাই হারিয়েছে। কখনো
বিমান দুর্ঘটনায় বোমা নিখোজ হয়েছে। কখনো ক্যরিয়ার থেকে স্লিপ কেটে
বোমাভর্তি বিমান সাগরে পড়ে গেছে। কখনো বোমাসহ গোটা বিমানই গায়েব হয়ে গেছে।
রুশরা পরমানু বোমাবোঝাই বোমারু বিমান নিয়ে খুব বেশী টহল দিতো। বেশিরভাগ ঐসব
বিমান দুর্ঘটনায় হারিয়েছে। এসব বোমা কোথায় পড়ে আছে তার কোন হদিস পাওয়া
যায়নি। কখন কোনটা ফেটে যায় আল্লাহ মালুম।
যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে ভয়ানক পরমানু বোমা, যে কোন মুহুর্তে বিপর্যয়।
Reviewed by
on
10:43:00 AM
Rating: 5