বাংলাদেশ নেভির জন্য ASW এয়ারক্রাফট কেনা হবে। সেকেন্ড হ্যান্ড পিথ্রিসি VS ব্র্যান্ড নিউ কাসা সি295 ASW
বাংলাদেশ নেভির জন্য ASW (Anti Submarine Warfare) এয়ারক্রাফট কেনা হবে এটা সকলেই জানেন৷ 😉 এই পদে সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী হলো সেকেন্ড হ্যান্ড পি3সি এবং ব্র্যান্ড নিউ কাসা সি295 ASW. জাপান ও অস্ট্রেলিয়া অলরেডি তাদের পি3 গুলো আমাদেরকে অফার করেছে৷ সেকেন্ড হ্যান্ড হলেও আমি ব্যক্তিগতভাবে পি3 এর পক্ষে৷ 😁 এর ফলে প্রথম যে প্রশ্নটা সবাই করবেন তা হলো, ব্র্যান্ড নিউ রেখে সেকেন্ড হ্যান্ড মাল কেন??? 😒 প্রথমে আসি এদের বৈশিষ্টের কথায়৷ পি3 ডেডিকেটেড সাবমেরিন কিলার হলেও সি295 কিন্তু তা নয়৷ এটাকে নর্মাল কার্গো ভার্সন থেকে মডিফাই করে ASW বানানো হয়েছে৷ দ্বিতীয়ত, বাংলাদেশের ডিফেন্স বাজেটের ক্ষেত্রে দামটা সবসময়ই একটা ম্যাটার৷ একটা ব্র্যান্ড নিউ নর্মাল কাসার ফ্রেমের দাম 36 মিলিয়ন ডলার করে পড়ে৷ বাংলাদেশ আর্মিও 36 মিলিয়ন ডলার খরচা করেই সেটা কিনেছে৷ এখন মডিফাই করার পালা৷ এতে রাডার, সোনারসহ অন্যান্য সার্ভেইল্যান্স ইকুইপমেন্ট, আর্মামেন্ট, ক্রু ট্রেইনিং এর খরচা 20 মিলিয়ন ডলার৷ অর্থাৎ, একটা ব্র্যান্ড নিউ ASW কাসার দাম গিয়ে দাঁড়ায় 60+ মিলিয়নে৷ 😱
এবার নজর দেয়া যাক পি3 এর দিকে৷ যেহেতু ডেডিকেটেড সাবমেরিন কিলার তাই তেমন কিছু করার প্রয়োজন হয় না এখানে৷ অবশ্য ক্রেতা চাইলে কিছু মডিফাই কার্য করিয়ে নিতে পারে৷ 😎 সেকেন্ড হ্যান্ড পি3 এর প্রাইস উইকি অনুসারে 23 মিলিয়ন হলেও এখন কিছুটা বেশি৷ অর্থাৎ, 28 মিলিয়ন হবে সব মিলিয়ে হিসাব করলে৷ 😍তার মানে 80-100 মিলিয়ন ডলারে আমরা 3 টা পি3 পাচ্ছি৷ 😇 কিন্তু আমাদের দেশের কিছু জনগণ এখনই চিল্লানো স্টার্ট করবে যে সরকার সেকেন্ড হ্যান্ড কিনে খালি, জনগণের টাকা নষ্ট ইত্যাদি বলে৷ 😂 তাই আপাতত দামের দিক থেকে সরে এসে আরেকটু গভীরে ঢুকে দেখ যাক৷ 😁 বাংলাদেশ এয়ারফোর্স টার্বোপ্রপ ইন্জিন ব্যবহারে অভ্যস্ত এবং একই সাথে অভিজ্ঞ৷ 😎 পি3 এর ক্ষেত্রে আমরা লজিস্টিক্যালি এই সুবিধা পাচ্ছি৷ কারণ পি3 এর ইন্জিন এবং সি130 এর ইন্জিন একই ক্যাটাগরির এবং এদের ইন্টারনাল স্ট্রাকচারও প্রায় একই৷ ফলে মেইনটেইনেন্সে আমাদের অনেক সুবিধা হবে৷ এরপর আসা যাক আর্মামেন্টের ব্যাপারে৷ পেলোডের দিক থেকে কাসা 9250 কেজি এবং পি3 9200 কেজি লোড নিতে পারে৷ অবশ্য পুরোটাই কিন্তু আর্মামেন্ট নয়৷ পি3 তে হারপুন, এমকে-84 ইত্যাদি ব্যবহার করা হয়৷ এক্ষেত্রে আর্মামেন্ট আমরা বিক্রেতা দেশ থেকে পাবো এটা নিশ্চিত৷ আমেরিকা এই পুরাতন জিনিসের আর্মামেন্ট নিয়ে ঝামেলা করবে বলে মনে হয় না৷ কিন্তু যদি তারা আমাদের আর্মামেন্ট দিতে না চায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই৷ আমাদের হাতে আরেকটা ভালো অপশন আছে৷ সেটা হলো এক্সোসেট+ Mu90 কম্বিনেশন৷ আমরা অলরেডি Mu90 এর অর্ডার করেছি Aw159 এর সাথে৷ সুতরাং, এটা নিয়েও তেমন চিন্তা নেই৷ এরপর আসা যাক ডেলিভারীর ব্যাপারে৷ স্বাভাবিকভাবেই পি3 অর্ডার করলে ডেলিভারী পাওয়া যাবে কাসার অনেক আগেই৷ 😉 তাছাড়া সেকেন্ড হ্যান্ড হলেও এদের যে লাইফটাইম বাকি আছে তাতে আগামী 30 বছর স্বাচ্ছন্দে চালানো যাবে এগুলো৷ ততদিনে আরো ভালো জিনিস আমাদের হাতে আসবে৷ কিন্তু বেসিক স্টার্ট করার জন্য পি3 বেস্ট অপশন৷
এবার এক নজরে দেখে নেয়া যাক পি3 থেকে আমরা কি কি সুবিধা পাচ্ছি—
★ কম দামে ডেডিকেটেড সাবমেরিন কিলার
★ ভালো পারফর্মেন্স
★ লজিস্টিক সুবিধা
★ ভালো মানের আর্মামেন্ট
★ দ্রুত ডেলিভারী
★ স্টার্টিং হিসেবে দারুণ একটা জিনিস
★ ভালো পারফর্মেন্স
★ লজিস্টিক সুবিধা
★ ভালো মানের আর্মামেন্ট
★ দ্রুত ডেলিভারী
★ স্টার্টিং হিসেবে দারুণ একটা জিনিস
তাই আমার মতে পি3 আমাদের জন্য পারফেক্ট৷