বাংলাদেশে নেভী সোয়াট'স সম্পর্কে টুকরো তথ্য
বেশির ভাগ স্পেশাল ফোর্সের প্রথম পছন্দের রাইফেল হচ্ছে M4A1 । এটির প্রস্তুতকারক দেশ আমেরিকা। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় রাইফেল গুলোর মধ্যে একটি।বিশেষ করে তুরস্কের মেরুন বোরেট স্পেসাল ফোর্স সবচেয়ে বেশি ব্যবহার করে এই রাইফেলটি।
১৯৯৪ সালে এটি সার্ভিসে আসে।এটির বিভিন্ন ভার্সন রয়েছে ইরাক, আফগানিস্তান,কসাবো যুদ্ধে এটি দাপটের সাথে প্রমাণ করছে,এটিই সেরা।এটির ওজন ২.৮ কেজি।এটির ফায়ার রেড প্রতি মিনিটে ৭০০- ৯০০ রাউন্ড।এটির রেন্জ ৫০০ মিটার। প্রতি ম্যাগাজিনে ৩০ রাউন্ড গুলি বহন করতে পারে।