বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তিন হাজার কোটি টাকা নষ্ট?
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গ্রাউন্ড স্টেশান |
"বঙ্গবন্ধু সেটেলাইটে পনেরো বছরের মোট ব্যয় 2765 কোটি টাকা মোট আয় 1722 কোটি টাকা ।তাহলে কেন দেশের অর্থনৈতিক ক্ষতি করা হচ্ছে ???"
তাহলে আমার প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পর থেকে একটি ট্যাঙ্ক ও সীমান্ত পেরিয়ে যুদ্ধ করেনি ।তাহলে কেন হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হলো ট্যাঙ্ক কিনে???
স্বাধীনতার পর থেকে একটা যুদ্ধবিমান ও শত্রুদের লক্ষ্যে মিসাইল ছুড়েনি। তাহলে কেন হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হচ্ছে? ?
স্বাধীনতার পর থেকে একটা যুদ্ধজাহাজ ও বিদেশি যুদ্ধজাহাজের সাথে যুদ্ধ করেনি।তাহলে কেন হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হচ্ছে? ??
সবাই একটা উত্তর ই দিবেন যেদিন শত্রু আক্রমণ করবে সেদিন বুঝবে।প্রতিরক্ষা সরঞ্জাম হচ্ছে বিমা ব্যবস্থার মতো।
ঠিক সেইমতোই হচ্ছে আমাদের বঙ্গবন্ধু সেটেলাইট ।
কারণ আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক প্রাকৃতিক দুর্যোগের একটা দেশ।
এদেশে হাজারো দ্বীপ রয়েছে যেখানে ল্যান্ড বেস ইন্টারনেট বা ব্রডব্যান্ড লাইন পৌছানো সম্ভাবনা ।
এজন্য সেখানে সরকারি সেবামূলক অফিস চালু করা যাচ্ছেনা।বঙ্গবন্ধু সেটেলাইট এর মাধ্যমে সেখানে তারবিহীন যোগাযোগ সম্ভব হবে ।এর ফলে সরকারি অফিসের মাধ্যমে সেখানে মুহূর্তের মধ্যে যেকোনো দুর্যোগের খবর দেওয়া যাবে এবং পাশাপাশি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের সেবা দেওয়া যাবে অর্থাত্ তারা সবসময়ই মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করতে পারবে।
এবার বলুন এই লক্ষ লক্ষ দ্বীপবাসীর জীবনের মূল্য বেশি? ??নাকি এক হাজার কোটি টাকা বেশি? ??
এছাড়াও আপনারা জানেন প্রতিরক্ষা বাহিনীকে দুটি ট্রান্সপন্ডার দেওয়া হয়েছে ।কিন্তু কেন???
আপনারা জানেন যুদ্ধের সময় বাহিনীদের মধ্যে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ ।যদি প্রাকৃতিক কোনও কারণে বা শত্রুর হামলায় আমাদের সেনাঘাঁটি নৌঘাটি বিমানঘাঁটি এর ল্যান্ড বেস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন কী অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? ??
সেই সময় বঙ্গবন্ধু সেটেলাইট এর মাধ্যমে একটা চেইন এর মধ্যে চলে আসবে প্রতিরক্ষা যোগাযোগ ব্যবস্থা ।
আপনার দেশের নিরাপত্তা বড় ?নাকি এক হাজার কোটি টাকা বড়?
ঠিক সেইমতোই হচ্ছে আমাদের বঙ্গবন্ধু সেটেলাইট ।
কারণ আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক প্রাকৃতিক দুর্যোগের একটা দেশ।
এদেশে হাজারো দ্বীপ রয়েছে যেখানে ল্যান্ড বেস ইন্টারনেট বা ব্রডব্যান্ড লাইন পৌছানো সম্ভাবনা ।
এজন্য সেখানে সরকারি সেবামূলক অফিস চালু করা যাচ্ছেনা।বঙ্গবন্ধু সেটেলাইট এর মাধ্যমে সেখানে তারবিহীন যোগাযোগ সম্ভব হবে ।এর ফলে সরকারি অফিসের মাধ্যমে সেখানে মুহূর্তের মধ্যে যেকোনো দুর্যোগের খবর দেওয়া যাবে এবং পাশাপাশি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের সেবা দেওয়া যাবে অর্থাত্ তারা সবসময়ই মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করতে পারবে।
এবার বলুন এই লক্ষ লক্ষ দ্বীপবাসীর জীবনের মূল্য বেশি? ??নাকি এক হাজার কোটি টাকা বেশি? ??
এছাড়াও আপনারা জানেন প্রতিরক্ষা বাহিনীকে দুটি ট্রান্সপন্ডার দেওয়া হয়েছে ।কিন্তু কেন???
আপনারা জানেন যুদ্ধের সময় বাহিনীদের মধ্যে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ ।যদি প্রাকৃতিক কোনও কারণে বা শত্রুর হামলায় আমাদের সেনাঘাঁটি নৌঘাটি বিমানঘাঁটি এর ল্যান্ড বেস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন কী অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? ??
সেই সময় বঙ্গবন্ধু সেটেলাইট এর মাধ্যমে একটা চেইন এর মধ্যে চলে আসবে প্রতিরক্ষা যোগাযোগ ব্যবস্থা ।
আপনার দেশের নিরাপত্তা বড় ?নাকি এক হাজার কোটি টাকা বড়?
এছাড়াও প্রায় তিনশো কোটি টাকা দিয়ে রাশিয়ার কাছ থেকে 119.1° দ্রাঘিমাংশ পনেরো বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে সেখানে কী আমরা আরো সেটেলাইট পাঠাতে পারবো না???
এছাড়াও দুটি গ্রাউন্ড স্টেশনে শতশত দক্ষ জনবল সৃষ্টি হচ্ছে যারা সেটেলাইট নিয়ন্ত্রণ শিখছে তারা কী ভবিষ্যতের হাজার কোটি টাকার সম্পদ না???
এছাড়াও দুটি গ্রাউন্ড স্টেশনে শতশত দক্ষ জনবল সৃষ্টি হচ্ছে যারা সেটেলাইট নিয়ন্ত্রণ শিখছে তারা কী ভবিষ্যতের হাজার কোটি টাকার সম্পদ না???