গাদির ক্লাস সাবমেরিন
গাদির ক্লাস সাবমেরিন হলো ইরানের তৈরি একটি মিনি সাবমেরিন।মুলত পারস্য সাগরের অগভির পানির মধ্যে ক্রুজিংয়ের জন্য ইরান এই সাবমেরিনটি তৈরি করে।তবে এই সাবমেরিনটি উত্তর কোরিয়ার ইউনো ক্লাস সাবমেরিনের উপর ভিত্তি করে বানানো হয়েছে।
এই সাবমেরিনটি আকারে অত্যন্ত ছোট কিন্তু ইরানের নৌবাহিনীতে মোট ২১ টি এরকম সাবমেরিন আছে।তাই খুব একটা শক্তিশালী না হলেও এই সাবমেরিনটিকে ইরানের সাবমেরিন ফ্লিটের মেরুদণ্ড বলা যায়।বরং এর ছোটখাট আকারের জন্য এই সাবমেরিনটি শনাক্ত করা কষ্টকর এবং অগভীর পানিতে সহজেই চলাচল করতে পারে।
এই সাবমেরিনে অস্ত্র হিসেবে আছি ২ টি টর্পেডো টিউব।এছাড়াও এটি মিসাইল বহন করতে পারে।উল্লেখ্য ইরান হুত নামে একটি টর্পেডো তৈরি করে।ইরান দাবী করে এই টর্পেডোর গতি ঘন্টায় ৩৬০ কি.মি. যা প্রচলিত টর্পেডোগুলো থেকে অনেক দ্রুতগতির এবং এটি হাই এক্সপ্লোসিভ বহন করতে পারে।তাই গাদির ক্লাস সাবমেরিনে এই টর্পেডো ব্যবহার করলে এই সাবমেরিনের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পাবে।এছাড়াও এটি সোভিয়েত VA-111 Shkval রকেট টর্পেডো ব্যবহার করতে পারে।
এই সাবমেরিনের কিছু সাধারণ বৈশিষ্ট্যঃ
অপারেটরঃ ইসলামিক রিপাবলিক অফ ইরান
প্রস্তুতকারীঃ মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন
সার্ভিসে ঢুকেঃ ২৮ নভেম্বর,২০০৭
মোট সংখ্যাঃ ২১ টি
ডিসপ্লেসমেন্টঃ ১১৫ টন
দৈর্ঘ্যঃ ২৯ মিটার
বিমঃ ৩ মিটার
গতিঃ ২০ কি.মি./ঘন্টা
ক্রুঃ ১৮ জন
অস্ত্রসস্ত্রঃ
*২ টি ৫৩৩ মি.মি. টর্পেডো
*মাইন
*মিসাইল
*মাইন
*মিসাইল