তুর্কিশ নেভীর আস্থার নাম এই ‘জি ক্লাস ফ্রিগেট’
সাবেক অলিভার হ্যাজার্ড পেরি ক্লাস ফ্রিগেটগুলোর উত্তরসূরি এই ফ্রিগেটগুলি।
তুর্কিশ নেভী এই ফ্রিগেটগুলো সার্ভিসে আনে ২০০৭ সালে।
৪,১০০ টন ওজন নিয়ে এই ফ্রিগেটগুলো ঘন্টায় ৩০ নট বেগে ছুটতে পারে।
১৩৫ মিটার দৈর্ঘ্য আর ১৩.৭ মিটার বিম নিয়ে ফ্রিগেটটি একটানা পারি দিতে পারে ৯,৩০০ কি.মি.।
জাহাজটি পরিচালনা করতে দরকার হয় ২২২ জন লোকবলের।
অস্ত্র হিসেবে এতে আছে একটি Mk 15 ফ্যালনক্স CIWS। আছে ৭৬ মি.মি. এর অটো মেরেলা মেইনগান।
আছে ৮ টি হারপুন এন্টিশীপ মিসাইল। এন্টি এয়ারক্রাফট হিসেবে আছে ৪০ টি SM- 1 MK স্যাম সিস্টেম।
এছাড়া ও ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম MK-41 এর ৩২ সেলে ব্যবহৃত হয় আমেরিকার তৈরী RIM-162 সী স্প্যারো মিসাইল।
এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার এর জন্য আছে দুইটি ট্রিপল Mark-32 টর্পেডো লঞ্চার।
এছাড়া ফ্রিগেটটি একটি S-70 সি হক হেলিকপ্টার বহন করতে পারে।
তুর্কিশ নেভী ৮ টি G ক্লাস ফ্রিগেট পরিচালনা করে থাকে।
ছবিতে আটলান্টিক মহাসাগরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস হেনরি ট্রুম্যান ও ইতালিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার আইটিএস গ্যারিবল্ডির সাথে তুর্কিশ নেভীর G ক্লাস ফ্রিগেট টিসিজি গেডিজ।