সু-৫৭ নিয়ে রাশিয়ান পাইলটের তাক প্যারাশুট ডেপ্লয় (ভিডিও)
su 57 russia | picture internet |
সু-৫৭ নিয়ে রাশিয়ান এক পাইলট মাটিতে নামার আগেই প্যারাশুট লঞ্চ করেছেন রাশিয়ান এক পাইলট এবং সফল ও হয়েছেন। ফলে মিনিমাম ল্যান্ডিং স্পেস কমে গেছে উল্লেখযোগ্য ভাবে। এটা অনেকটা আফটারবার্ণার এর ফুল থ্রার্স্ট ব্যবহার করে খুব কম রানওয়ে ব্যবহার করে টেক অফ করার মত। যদিও একেবারেই উলটো 😂 বাই দা ওয়ে, এখানে কেউ এয়ারক্রাফট ক্যারিয়ারের উদাহরণ টানবেন না। ক্যারিয়ারে বিশেষ ব্যবস্থা থাকে যা সাধারণ রানওয়ে তে থাকে না।
সেই ক্ষেত্রে এই প্রক্রিয়াটা বেশ কাজেরই বলা চলে। তবে ছবি দুটো দেখ একটা জিনিস নিয়েই বার বার খারাপ লাগছে৷ সু-৫৭ এর ইঞ্জিনের নজেল দেখলেই বার বার মনে হয় "আহ, স্টিলথ, হায় স্টিলথ" 🤣🤣(বিস্তারিত পরবর্তী কোন পোস্টে লেখা হবে)।