যেখানে সৈন্যদের শিখানো হয় কিভাবে ডুবন্ত সাবমেরিন উঠে আসতে হয়


জার্মানিতে সাবমেরিন ট্রেনিং সেন্টারগুলোতে ডাইভিং পট নামে কিছু স্পেশাল ফ্যাসেলিটি রয়েছে ,যেখানে সৈন্যদের শিখানো হয় কিভাবে প্রতিকুল পরিস্থিতিতে ডুবন্ত সাবমেরিন ত্যাগ করে সার্ফেসে উঠে আসতে হয়। এই ট্রেনিংটিকেই সাবমেরিনার হওয়ার সবচেয়ে কঠিন ধাপ হিসেবে বিবেচনা করা হয় কারণ এই ট্রেনিং চলাকালে একজন সাবমেরিনারকে ডাইভিং পটের 32 মিটার নিচে অবস্থিত একটি নকল সাবমেরিনের কেবিন থেকে দম বন্ধ করে সার্ফেসে উঠে আসতে হয়। যেখানে সমান্য ভুল হলে ফলাফল মারাত্মক হতে পারে। যদিও এর গভীরতা কমিয়ে বর্তমানে 10m করা হয়েছে কারণ 32m গভীর থেকে সার্ফেসে উঠে আসা অনেকটা বিপদজনক এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- click here
 
Powered by Blogger.