বাংলাদেশ নৌবাহিনীর টাইপ-০২৪ মিসাইল বোট
বিএনএস উত্তাল একটি টাইপ-০২৪ মিসাইল বোট। বাংলাদেশ নৌবাহিনীতে ১৯৯২ সালে সার্ভিসে আসে।৭৯ টন ওজনের এই মিসাইল বোটটির লম্বায় ২৫৯ ফুট।
বিএনএস উত্তালে Anti Ship মিসাইল হিসেবে Sy-1 ব্যবহৃত হতো।এই মিসাইলের রেঞ্জ ১৫০ কিলোমিটার যদিও এর ইফেক্টিভ রেঞ্জ ১০০ কিলোমিটারের চেয়ে কম ছিলো।এছাড়াও ২টি টাইপ-৬১ ২৫এমএম নেভাল গান ছিলো।
২০১৭ বাংলাদেশ নৌবাহিনীর এই মিসাইল বোটকে অবসরে পাঠায় এবং Sy-1 মিসাইলকে C-704 মিসাইল দ্বারা রিপ্লেস করা হয় এই মিসাইলের রেঞ্জ ৩৫ কিলোমিটার। পাশে বাংলাদেশ নৌবাহিনীর LPC( Large patrol craft)বিএনএস দূর্জয় প্যাটেন্ট নাম্বার P811