বাংলাদেশ নৌবাহিনীর টাইপ-০২৪ মিসাইল বোট


বিএনএস উত্তাল একটি টাইপ-০২৪ মিসাইল বোট। বাংলাদেশ নৌবাহিনীতে ১৯৯২ সালে সার্ভিসে আসে।৭৯ টন ওজনের এই মিসাইল বোটটির লম্বায় ২৫৯ ফুট।

বিএনএস উত্তালে Anti Ship মিসাইল হিসেবে Sy-1 ব্যবহৃত হতো।এই মিসাইলের রেঞ্জ ১৫০ কিলোমিটার যদিও এর ইফেক্টিভ রেঞ্জ ১০০ কিলোমিটারের চেয়ে কম ছিলো।এছাড়াও ২টি টাইপ-৬১ ২৫এমএম নেভাল গান ছিলো।

২০১৭ বাংলাদেশ নৌবাহিনীর এই মিসাইল বোটকে অবসরে পাঠায় এবং Sy-1 মিসাইলকে C-704 মিসাইল দ্বারা রিপ্লেস করা হয় এই মিসাইলের রেঞ্জ ৩৫ কিলোমিটার।
পাশে বাংলাদেশ নৌবাহিনীর LPC( Large patrol craft)বিএনএস দূর্জয় প্যাটেন্ট নাম্বার P811

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- click here
 

Powered by Blogger.