একনজরে সাইক্লোন সতর্কতা সংকেত কোনটার কি অর্থ ?
ঘূর্ণিঝড় আম্ফান ইতিমধ্যে বেশ কয়েকবার এর গতিপথ পাল্টে নিয়েছে।ইতিমধ্যে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ডেন্জার সিগন্যাল-সেভেন বা সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ডেন্জার সিগন্যাল-সিক্স বা ছয় নম্বর বিপদ সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে (গত কয়েকঘন্টা আগে)
এটি বাংলাদেশের সাতক্ষীরাকে সম্পূর্ণ শক্তিতে (১৫০++ গতি) ও খুলনাকে ১৪০++ কিলোমিটার গতিতে আঘাত করবে বলে ধারণা করা হচ্ছে।এর বর্তমান গতি ১৯০++ কিলোমিটার।যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৩০++ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে সাগল ভয়ংকর রকম উত্তাল হয়ে উঠেছে এবং বঙ্গোপসাগরে উত্তাল সুউচ্চ ঢেউ পরিলক্ষিত হচ্ছে।সমস্ত সামরিক সরন্জাম নিরাপদ স্থানে সুরক্ষিত রাখা হয়েছে।
এই গতিতে ধেয়ে আসতে থাকলো আজ গভীর রাতেই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ছুয়ে ফেলবে।তবে,অফিশিয়ালি ধারণা করা হচ্ছে,এটা আগামীকাল দুপুর নাগাদ উপকূলে হানা দিবে।এর অগ্রভাগ ইতিমধ্যে উপকূলে প্রভাব বিস্তারের কাজ করছে।
এধরণের দুর্যোগ চলাকালীন আমরা নিয়মিতই সোশ্যাল মিডিয়া ও রেডিও-টিভিতে দেখে থাকি ১-২-৩--১০...নম্বর সংকেত জারি করা হয়েছে।কিন্তু,বেশিরভাগই জানিনা কোন সংকেত কি অর্থ বহন করে।এই পোস্টে সংক্ষিপ্তাকারে এটাই ব্যাখ্যা করা হবে😁
🚩 সাধারণত,আমরা দশ নম্বর পর্যন্ত সংকেত পেয়ে থাকি।কিন্তু,আসলে সংকেত সর্বমোট এগারোটি।
🚩 ১ নং দূরবর্তী সতর্ক সংকেত-
জাহাজ বন্দর ত্যাগের পর দূর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে।দূরবর্তী সাগরে ঝড়ের উৎপত্তি ঘটছে।সাধারণত,সাগরে ঘন্টায় ৩৩ নট বা ৬১++ কিলোমিটার বেগের বাতাসের সৃষ্টি হলে এই সংকেত জারি করা হয়।
🚩 ২ নং দূরবর্তী হুশিয়ারি সংকেত-
গভীর সাগরে ঝড়ের উৎপত্তি সংক্রান্ত সংকেত।এর অর্থ,বন্দর এখুনি ঝড়ে কবলিত হচ্ছে না,তবে বন্দর ত্যাগ করা জাহাজ ঝড়ের কবলে পড়তে পারে। সেখানে বাতাস ঘন্টায় ৩৪-৩৭ নট বা ৬২-৮৮ কিলোমিটার বেগে প্রবাহমান।
🚩 ৩ নং স্থানীয় সতর্ক সংকেত-
বন্দর ঝড়ে কবলিত হতে পারে।সেই সাথে বন্দরে নোঙরে থাকা জাহাজ ও ঝড়ে কবলিত হবে।ঘূর্ণি হাওয়া কমপক্ষে ২২-২৭ নট বা ৪০-৫০++ কিলোমিটার বেগে বন্দর অতিক্রম করবে।
🚩 ৪ নং স্থানীয় হুশিয়ারী সংকেত-
বন্দর দুর্যোগ কবলিত।বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় ২৮-৩৩ নট বা ৫১-৬১ কিলোমিটার।কিন্তু ,চূড়ান্ত দুর্যোগকালীন প্রস্তুতি এখনো জরুরি নয়।
🚩 ৫ নং বিপদ সংকেত-
বন্দর মাঝারি থেকে তীব্রতর একটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়তে যাচ্ছে।ঝড়ে বাতাস ঘন্টায় ৩৪-৪৭ নট বা ৬২-৮৮ কিলোমিটার গতিবেগে বয়ে যাবে।ঝড় বন্দরকে বামে রেখে উপকূল অতিক্রম করতে পারে।
🚩৬ নং বিপদ সংকেত-
বন্দর ছোট অথবা মাঝারি একটি ঝড়ের কবলে কবলিত হবে।ঝড়টি বন্দরকে ডানে রেখে অতিক্রম করবে এবং গতি হবে ৬২-৮৮ কিলোমিটার/ঘন্টা।
🚩 ৭ নং বিপদ সংকেত-
বন্দর ছোট অথবা মাঝারি তীব্রতর একটি ঝড়ের কবলে পড়বে।ঝড়টি ৬২-৮৮ কিলোমিটার গতিবেগে বন্দরের সরাসরি ওপর অথবা নিকট দিয়ে ধেয়ে যাবে।
🚩 ৮ নং মহাবিপদ সংকেত-
বন্দর প্রচন্ড শক্তিধর একটি ঝড়ের কবলে পড়বে।বাতাসের একটানা সাধারণ গতিবেগ এসময় ঘন্টায় ৮৯ কিলোমিটার এর বেশি হবে।প্রচন্ড ঝড় বন্দরকে বামে রেখে উপকূল অতিক্রম করবে।
🚩 ৯ নং মহাবিপদ সংকেত-
পূর্বের ন্যায় তীব্র ঝড় বন্দরকে ডানে রেখে উপকূল অতিক্রম করবে।
🚩 ১০ নং মহাবিপদ সংকেত-
৮৯++ থেকে তদূর্দ্ধ কিলোমিটার গতিবেগের সুতীব্র ঘূর্ণিঝড় বন্দরের সরাসরি উপর দিয়ে ধেয়ে যাবে এবং ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে আবির্ভূত হবে।
🚩🚩 ১১ নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত-
বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সকল প্রকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।মহা দুর্যোগ আসন্ন।
উপরে দেখলেন সংকেত সমূহের অর্থ।নদীবন্দর সমূহের জন্য আরো কিছু ভিন্ন বিষয় আছে।তবে,সংক্ষেপে এটাই😊
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- click here