১৯৭১ সালে পাক সাবমেরিন ছিনতাই এর না জানা এক ইতিহাস
প্রচ্ছদ পটভূমিতে গভীর সাগরের উপকূলে ডুবুরীর পােশাকে যে নেভাল অফিসারকে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশ নৌ বাহিনীর সুইসাইড স্কোয়ার্ডের একজন ভয়ঙ্কর নেভীসিল ও দুর্ধর্ষ নৌ কমান্ডাে।যে-কোনাে জলাশয়ের পানিতে তিনি ঘণ্টার পর ঘণ্টা সাঁতার কাটতে পারদর্শী। তার নাম শহীদ সরওয়ার নিজাম। তিনি জন্মগতভাবে একজন বাঙালি; বাংলাদেশ নৌ বাহিনীর একজন কমােডর (বর্তমানে অবসরপ্রাপ্ত) এস এস নিজাম নামেই সর্বাধিক পরিচিত।
সে অনেকেরই অজান্তে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অসীম সাহসী
মুক্তিযােদ্ধা হিসেবে বিস্ময়কর একচ্ছত্র ইতিহাস ধারণ করে আছে। মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর এবং একই সাথে চাঞ্চল্যকর সেই ইতিহাসটি হয় তাে কারাে জানা নেই,কেনাে না নিজাম সাহেব একান্তভাবে কর্মব্যস্ত ও প্রচারবিমুখ বলে মুক্তিযুদ্ধের এ ইতিহাসটি এর আগে কোথাও প্রচার প্রচারণা বা গ্রন্থিত হয়নি।
১৯৬৫ সালে বাঙালি ছেলে হিসেবে নৌ বাহিনীতে অফিসার পদে ভর্তি হতে সকল প্রকার দক্ষতার প্রমাণ দিয়ে সে পকিস্তান নেভীতে অফিসার ক্যাডে হিসেবে যােগদান করে। একজন মেধাবী অফিসার হিসেবে দক্ষতার অনেকগুলাে কোর্স সমাপ্ত করে সে। মাত্র সাত মাস সি সার্ভিস করে পাকিস্তান এবং বাংলাদেশের নৌ বাহিনীর ইতিহাসে একমাত্র সেই ওয়াচকিপিং সার্টিফিকেট পেয়ে একটিং সাব লেফটেন্যান্ট হিসেবে পিএনএস মুক্তার জাহাজের নেভিগেটিং অফিসার হিসেবে কার্যানুমােদন লাভ করে। প্রশিক্ষণে কোনাে পাকিস্তানের শক্তিশালী পাঠান ছেলেরাও দৈহিক বা মেধার শক্তিতে তার আশে-পাশে ভিড়তে পারতাে না।