বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ

  
রাশিয়ার কাছে মনে হয় স্টিলেথ নামে কোন শব্দ নাই। ছবিতে ভাসমান মিসাইলের গুদাম খ্যাত কিরোভ ক্লাস ব্যাটল ক্রুজার।রাশিয়ান এমন এক জাতি জাহাজে জায়গা পেলেই শুধু মিসাইলের টিউব বসিয়ে দেয়।এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। ওজন  ২৮ হাজার টন। 


জাহাজটিতে অসংখ‌্য ছোটবড় মিসাইল, এস ৩০০ এন্টিএয়ারক্রাফট ক্ষেপনাস্ত্র, ১৩০এমএম মাল্টিপারপোজ টুইন ব‌্যাটেল গান, অত‌্যাধুনিক রাডার সিস্টেম, এন্টি সাবমেরিন ব‌্যাবস্থা সহ অত‌্যাধুনিক ব‌্যাবস্থা রয়েছে।

কিরোভ ক্লাস ব্যাটল ক্রুজারটি নিউক্লিয়ার পাওয়ারে চলে এবং ফোর স্টিম টারবাইনে ২৮০০০হাজার হর্সপাওয়ার শক্তি উৎপাদন করে। দানবটি সাগরে সর্বচ্চ ৩১ কিলোনট স্পিডে চলতে পারে।
Powered by Blogger.