রাশিয়ান FOAB ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা’
সবকিছুর যেমন বাবা রয়েছে ঠিক তেমনি বোমারও বাবা রয়েছে। আর সেটি হলো রাশিয়ার তৈরী ফোব [FOAB] বা দ্যা ফাদার অব অল বোম্ব।নিউক্লিয়ার ওয়েপনের পর এটিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা।এবং ছোটখাটো নিউক্লিয়ার বোমার চেয়ে এটি শক্তিশালী।
সাধারণ যুদ্ধক্ষেত্রে পারমাণবিক বোমা ব্যাবহার করলে ক্ষতির পরিমাণই বেশি। যেমন নির্দিষ্ট ব্লাষ্ট জোনের বাইরেও এটি দীর্ঘস্থায়ী রেডিয়েশন তৈরী করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে।এবং প্রানী ও মানুষের উপর দীর্ঘস্থায়ী মারাত্বক ও জেনেটিক ক্ষতি করে।
২০০৭ সালে রাশিয়া মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের জিবিও-৪৩, যাকে মোভ (MOAB) বা মাদার অব অল বোম্ব বলা হয়। এটিকে টেক্কা দেওয়ার জন্য রাশিয়া ফোব সার্ভিসে আনে।তাছাড়া এটি রাশিয়ান আর্মস ফোর্সে ছোটখাটো নিউক্লিয়ার বোমা গুলোর জায়গা দখল করবে।
ফোব[FOAB] হচ্ছে থার্মোবারিক টাইপের বোমা। থার্মোবারিক বোমার আরেকটি নাম হচ্ছে ভাকুয়াম বোমা।সাধারণ বোমার ওয়ারহেডে বিস্ফোরক হিসাবে থাকে ২৫% ফুয়েল এবং ৭৫% অক্সিডাইজার।কিন্তু থার্মোবারিক ওয়েপন গুলোতে বিস্ফোরক হিসাবে ১০০% ফুয়েলিই ব্যাবহার করা হয়।তাই থার্মোবারিক ওয়েপনগুলি সমান ওজনের অন্যান্য বিস্ফোরকগুলির তুলনায় যথেষ্ট শক্তিশালী।
ফোব[FOAB] ওয়ারহেড হিসাবে ব্যাবহার করা হয়েছে উচ্চমাত্রার বিস্ফোরকের সাথে ইথিলিন অক্সাইড এবং আ্যালুমিনিয়াম পাউডারের একটি গোপন মিশ্রন।এরকম একেকটি বোমার ধব্বংস ক্ষমতা ৪৪টন টিএনটির সমান। যা হিরোশিমা নিক্ষিপ্ত লিটল বয়ের চেয়ে ২.৮ গুণ বেশি শক্তিশালী।এই বোমা গুলোর ওজন ৭১০০ কেজি। এটি ৭ টন বিস্ফোরকের মাধ্যমে প্রায় ৪৪কিলোটন টিএনটি শক্তি উৎপাদন করতে পারে।যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের MOAB এর ধব্বংস ক্ষমতা ১১ কিলোটন টিএনটি।এই বোমাটি বিস্ফোরণ ঘটানো হয় মূলত এয়ার ব্লাষ্ট মুডে।মানে এটি মধ্য আকাশে বিস্ফোরণ ঘটানো হয়।এই বোমাটি ধব্বংস ক্ষমতা একটি ট্যাকনিকাল পারমাণবিক বোমার মতই।
বিস্ফোরণের পর এটি সুপারসোনিক মারাত্মক শক-ওয়েভ এবং অত্যন্ত উচ্চ তাপমাত্রার তৈরি করে।তাছাড়া শক-ওয়েভ অন্যান্য বোমার চেয়ে দীর্ঘস্থায়ী ও টেকসই ।প্রাচালিত বোমার চেয়ে এটির তাপমাত্রা ৫০ গুন বেশি ও প্রচালিত বোমা যেখানে বিস্ফোরণের পরপরই তাপমাত্রা চলে যায় সে ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী তাপমাত্রা ধরে রাখে।বিস্ফোরণের পর এটি ব্লাষ্ট জোনের বায়ুমণ্ডলের অক্সিজেন চুষে নিয়ে ব্লাষ্ট জোনকে অক্সিজেন শূন্য করে দেয় আর তার সাথে ১০০০ ডিগ্রির মত তাপমাত্রা।
যার ফলে আক্রান্ত জোনের মানুষরা এক নারকীয় মৃত্যুবরন করে।এটি যেহেতু উচ্চকম্পন ও শক-ওয়েভ তৈরী করে তাই ফক্সহোলস, টানেল, বাঙ্কার ধব্বংসে এটি ব্যাবহার করা হয়।এছাড়া এটি গ্রাউন্ড ব্লাষ্ট মুডে মাঠির ১৫০-২০০ ফুট পর্যন্ত ক্ষতি সাধন করতে পারে। এটির ব্লাষ্ট রেডিয়াস ১০০০ ফুট হলেও বিভিন্ন রুশ ব্লগে এটির ব্লাষ্ট রেডিয়াস দেখানো হয়েছে ১৩০০ ফুট।সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের MOAB এর ব্লাষ্ট রেডিয়াস ৪৯২ ফুটের মত।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- click here