ঢাকায় এসেছে মার্কিন সি-১৭ গ্লোবমাস্টার থ্রি
ম্যাকডোনেল ডগলাস/বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার, গ্লোবমাস্টার সিরিজের তৃতীয় বিমান এটি।
এটি মূলত বিশাল আকৃতির একটি পরিবহন বিমান যা স্ট্রাটেজিক ও ট্যাকটিকাল এয়ারলিফট মিশন পরিচালনা করে থাকে।
যার মাঝে থাকে সেনা বা কার্গো পরিবহন, Medical Evacuation ও Airdrop মিশন।
★এর খালি অবস্থায় ওজনঃ ১২৮,১৪০ কেজি।
★সর্বোচ্চ উড্ডয়নক্ষমতাঃ ২৬৫,৩৫২ কেজি।
★ফেরি রেঞ্জঃ ৮০০০ কিলোমিটার।
★ক্রুঃ মাত্র ৩ জন। দু'জন চালক এবং একজন লোডমাস্টার।
এই বিমানটি আমেরিকান এয়ারফোর্স এর পাশাপাশি রয়্যাল সৌদি এয়ারফোর্স এবং ইন্ডিয়ান এয়ারফোর্স ও ব্যবহার করে থাকে।
প্রয়োজনে এই বিমানটি এম১ আব্রামাস এর মতো মেইন ব্যাটেল ট্যাংক অথবা স্ট্রাইকারের মত আর্মড ফাইটিং ভেহিকল উড়িয়ে নিয়ে আসতে পারে। ঢাকায় কেন এসেছে তা নিশ্চিত নয়। সম্ভবত করোনা পরিস্থিতি মোকাবেলায় এটির ঢাকা গমন হয়েছে।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here