বাংলাদেশ সেনাবাহিনীর টাইপ-৫৬ এন্টি এয়াক্রাফট গান

বাংলাদেশ সেনাবাহিনীর Type 56 Quad barrel Anti-aircraft Gun। চার ব্যারেলের এই বিমান বিধ্বংসী গানের সর্বোচ্চ রেঞ্জ ৮০০০ মিটার, সর্বোচ্চ এল্টিটিউড ৫০০০ মিটার। ১.৮ টনের এই গান অপারেট করতে ৫ জন সেনা সদস্যের একটি দল প্রয়োজন।

২০০৮ সালে সুদানে এন্টি-এয়ারক্র‍্যাফট গান ব্যবহার করে মিগ ২৯ ধ্বংস করার নজির আছে। অর্থাৎ দক্ষতার সাথে চালালে এগুলো দিয়েও ক্ষতি করা সম্ভব। তবে আশা করা যায় বাংলাদেশ আরও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে মনোযোগ দিবে।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here



Powered by Blogger.