একটি বিমান একটানা কতক্ষণ আকাশে উড়তে পারে? (বিশেষ পোষ্ট)
আপনি জানেন কি? আফগানিস্তানে অপারেশন এনডিউরিং ফ্রিডমের সময়
রাশিয়ার উপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি না পেয়ে মার্কিন বি-২ স্টেলথ বোম্বার
যুক্তরাষ্ট্রের মিসৌরির হোয়াইটম্যান এয়ারবেজ থেকে সরাসরি উড়ে প্রশান্ত
মহাসাগর পাড়ি দিয়ে ভারত মহাসাগর
হয়ে পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তানের তালেবান সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন রাডার, মিসাইলঘাঁটির উপর হামলা করে। এভিয়েশন ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম এই ফ্লাইটের ব্যাপ্তি ছিল ৪৪.৩ ঘণ্টা!
এসময় বিমানগুলো কোথাও
ল্যান্ড করেনি তবে ৫ বার মাঝ আকাশে ট্যাংকার বিমান থেকে জ্বালানী সংগ্রহ
করেছে। আরও অবাক করা ব্যাপার হলো হামলা শেষে দিয়েগো গার্সিয়া দ্বীপে
ল্যান্ড করলেও আগে থেকে থাকা ১৮টি বি-১ ও বি-৫২ বোম্বারের কারণে বি-২
এর থাকার জায়গা ছিল না।
ফলে ইঞ্জিন বন্ধ না করেই আবারও রিফুয়েলিং করা হয়, টয়লেটের ট্যাংক পরিবর্তন করা হয়, খাবার ও অন্যান্ন্য সাপ্লাইসহ নতুন দুজন পাইলট ককপিটে বসেন এবং বিমানটিকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফেরত যান। অর্থাৎ একটানা ৭০ ঘণ্টা বিমানটির ইঞ্জিন চালু ছিল এবং একবারের জন্য কোনো সমস্যা হয়নি। ছবিতে বি-২ বোম্বারের রিফুয়েলিং ও তার ফ্লাইট রুট।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here