বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম দুজন নারী পাইলট ক্যাপ্টেন

 

ছবিতে যাদের দেখছেন,

উনারা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম দুজন নারী পাইলট ক্যাপ্টেন নাজিয়া নুসরাত
হোসেন ও ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার।

উল্লেখ্য, ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ২০০৯ সালের ২৪শে ডিসেম্বর ৬১ তম বিএমএ লং কোর্সের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন্ড লাভ করেন এবং শাহরিনা বিনতে আনোয়ার ২০০৯ সালের ২৪শে ডিসেম্বর বিএমএ লং কোর্সের মাধ্যমে অর্ডন্যান্স কোরে কমিশন্ড লাভ করেন। তারা উভয়েই কোরের আবশ্যকীয় কোর্স সম্পন্ন করে ২০১৪ সালের ১৬ ই নভেম্বর বাংলাদেশ আর্মি এভিয়েশনের ব্যাসিক কোর্স-৯ এ যোগদান করেন। তারা উভয়েই একক এবং দ্বৈত উড্ডয়ন সফলতার সাথে সম্পন্ন করেন। বাংলাদেশের সকল নারীদের অনুপ্রেরণা হয়ে থাকবেন ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন এবং ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার।

উনারা সম্ভবত এখন মেজর পদমর্যাদার অধিকারী।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR

Powered by Blogger.