জাপানের ম্যারিটাইম হেলিকপ্টার ক্যারিয়ার
ছবিতে জাপানের ম্যারিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের ইজুমো ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার।এই ক্যারিয়ারে বর্তমানে মডিফিকেশন চলছে এবং এটিকে শর্ট টেক-অফ ল্যান্ডিং এয়ারক্রাফট ক্যারিয়ারে রুপান্তর করা হচ্ছে,যার থেকে শর্ট টেক-অফের এফ-৩৫বি ফাইটার অপারেট করা যাবে।
এই ক্লাসের মোট দুইটি ক্যারিয়ার ছিলো এবং দুইটিরই মোডার্নাইজেশন চলছে।।মডিফিকেশনের পরে এটি সর্বমোট ২৮টি এয়ারক্রাফট ক্যারি করবে যার মধ্যে রয়েছে
১২টি এফ-৩৫বি৮টি ভি-২২ ওসপ্রে
৮টি এন্টি সাবমেরিন হেলিকপ্টার ।
এছাড়াও সেল্ফ ডিফেন্সের জন্য এটিতে ২টি ২১ সেলের সির্যাম মিসাইল
২টি ফ্যালানক্স ক্লোজ ইন ওয়েপন সিস্টেম
২টি ট্রিপল টিউবের ৩২৪ মিলিমিটার টর্পেডো টিউব থাকবে।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |