বীর উত্তম উপাধি প্রাপ্তদের তালিকাঃ মুক্তিযুদ্ধ
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান নীতিমালা ২০১৩ অনুসারে বীরউত্তমদের ভাতা ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা, বীরবিক্রমদের ভাতা ১২৫ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা ও বীরপ্রতীকদের ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়। (তথ্যসুত্রঃ উইকিপিডিয়া)
নিম্নে বীর উত্তম উপাধি প্রাপ্তদের তালিকা দেয়া হলোঃ
সেনাবাহিনী হতে বীর উত্তম উপাধি প্রাপ্তদের তালিকাঃ
আনোয়ার হোসেন
আফতাব আলী
আফতাবুল কাদের
আবদুল মান্নান
আবদুল লতিফ মন্ডল
আবদুস সাত্তার
আবদুস সালেক চৌধুরী
আবু তালেব
মোহাম্মদ আবু তাহের
আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ
এ জে এম আমিনুল হক
এ. এন. এম. নূরুজ্জামান
আবু তাহের মোহাম্মদ হায়দার
এরশাদ আলী
এস এম ইমদাদুল হক
কাজী নূরুজ্জামান
কাজী মুহাম্মদ শফিউল্লাহ
খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া
খালেদ মোশাররফ
চিত্ত রঞ্জন দত্ত
জিয়াউদ্দিন আহমেদ
জিয়াউর রহমান
নাসির উদ্দিন
নূরুল হক
ফজলুর রহমান খন্দকার
ফয়েজ আহমদ
বেলায়েত হোসেন
মঈনুল হোসেন
মজিবুর রহমান
মাহবুবুর রহমান
মীর শওকত আলী
মেহবুবুর রহমান
মোহাম্মদ আজিজুর রহমান
মোহাম্মদ আনোয়ার হোসেন
আবদুর রব
মোহাম্মদ আবদুল গাফফার হালদার
মোহাম্মদ আবুল মঞ্জুর
মোহাম্মদ নুরুল আমিন
মোহাম্মদ শাহজাহান ওমর
মোহাম্মদ রফিকুল ইসলাম
শফিকউদ্দিন চৌধুরী
শামসুজ্জামান
শাহে আলম
সাফিল মিয়া
সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন মমতাজ
হাবিবুর রহমান
হারুন আহমেদ চৌধুরী
বিমান বাহিনী হতে বীর উত্তম উপাধি প্রাপ্তদের তালিকাঃ
বদরুল আলম
খাদেমুল বাশার
লিয়াকত আলী খান
শামসুল আলম
সুলতান মাহমুদ
আবদুল করিম খন্দকার
নৌবাহিনী হতেঃ
আফজাল মিয়া
আবদুল ওয়াহেদ চৌধুরী
বদিউল আলম
মতিউর রহমান
মোজাহার উল্লাহ
মোহাম্মদ জালাল উদ্দিন
মোহাম্মদ শাহ আলম
সিরাজুল মওলা
মুক্তিবাহিনী হতেঃ
আকরাম আহমেদ
আবদুল কাদের সিদ্দিকী
মাসরুর-উল-হক সিদ্দিকী
শরফুদ্দীন আহমেদ
সাহাবউদ্দিন আহমেদ
এবং সর্বশেষেঃ
৭১ পরবর্তী ১ জন। জামিল উদ্দিন আহমেদ।
উল্লেখ্য যে এনাদের মধ্যে একজনের নাই। সে হল শরিফুল হক ডালিম। বংগবন্ধুর খুনি হওয়ায় তার নাম লিস্টে নেই। মুক্তিযুদ্ধে খেতাব পাইসিল বাট বেইমানি করল।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন লেখকের ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |