বীরশ্রেষ্ট বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক
বীরশ্রেষ্ট হলো বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগ এর নিদর্শন স্বরূপ এই পদক দেয়া হয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ লোক শহিদ হয়; তাদের মধ্যে ঘটনা, অপারেশন ইত্যাদি বিবেচনায় ৭ জনকে বীর শ্রেষ্ট উপাধি দেয়া হয়। তারা আমাদের জাতির গর্ব, আমাদের বীরশ্রেষ্ট।
তো, ১৯৭১ সালেই যুদ্ধের পর পরই পদকগুলি দেয়া হয়। ১৯৭৩ সালের বাংলাদেশ সরকার দ্বারা প্রকাশিত গেজেটের অতিরিক্ত সংখ্যায় বীরশ্রেষ্ঠ দের নাম ঘোষণা করা হয় এবং পুরষ্কৃত করা হয়।
এবার দেখে নেয়া যাক আমাদের বীরিশ্রেষ্ঠ দের সম্পর্কে ফ্ল্যাশ ইনফো:
01. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর / বাংলাদেশ সেনাবাহিনী/ মৃত্যুঃ ১৪ ডিসেম্বর, ‘৭১
02. বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান/ বাংলাদেশ সেনাবাহিনী/ মৃত্যুঃ অক্টোবর ২৮, ১৯৭১
03. বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল/ বাংলাদেশ সেনাবাহিনী/ মৃত্যুঃ এপ্রিল ১৮, ১৯৭১
04. বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন (ইঞ্জিনরুম আর্টিফিসার)/ বাংলাদেশ নৌবাহিনী / মৃত্যুঃ ডিসেম্বর ১০, ১৯৭১
05. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান/ বাংলাদেশ বিমান বাহিনী / মৃত্যুঃ আগস্ট ২০, ১৯৭১
06. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ/ বাংলাদেশ রাইফেলস / মৃত্যুঃ এপ্রিল ৮, ১৯৭১
07. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ /বাংলাদেশ রাইফেলস / মৃত্যুঃ সেপ্টেম্বর ৫, ১৯৭১
উল্ল্যেখ্য যে, এই ক্রমধারা গেজেট অনুযায়ী করা ক্রমধারা।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |