ব্ল্যাক ঈগল স্নাইপারদের ব্যবহৃত রাইফেল ( পর্ব-০১)

 

ব্ল্যাক ঈগল স্নাইপার ইউনিট

ব্ল্যাক ঈগল স্নাইপার ইউনিট হলো বাংলাদেশ সেনাবাহিনীর এলিট স্নাইপার ইউনিট। এটি পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে দক্ষ স্নাইপার দলগুলোর মধ্য্র অন্যতম। আজকে আমাদের গর্ব, এই অসাধারণ ইউনিট এর জন্য ইস্যু করা স্নাইপার রাইফেলগুলো নিয়ে বিস্তারিত বলব। প্রথম পর্বে থাকছে ডেজিগনেটেড মার্ক্সম্যান রাইফেল

Type 85: Type 85 হলো রাশিয়ান SVD Dragunov রাইফেল এর চাইনিজ ভেরিয়েন্ট৷ এটি একটি রোটেটিং বোল্ট সেমি অটোমেটিক ডেজিগনেটেড মার্ক্সম্যান রাইফেল বা DMR. 7.62×54mmR এর রাইফেল কার্ট্রিজ ব্যবহার করে। এটির ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ ৮০০±মিটার।

PSL: PSL হলো রোমানিয়ার ডিজাইন করা একটি DMR. এটি দেখতে অনেকটা SVD এর মতো হলেও এতে শর্ট-স্ট্রোক গ্যাস পিস্টনের বদলে লং স্ট্রোক ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটি মেক্যানিকালি আলাদা। এতে ব্যবহার করা হয় 7.62×54mmR কার্ট্রিজ। তবে রাইফেলটির 7.62×51mm NATO ভেরিয়েন্টও রয়েছে। এই রাইফেলটির ইফেকটিভ ফায়ারিং রেঞ্জ ৮০০মিটার।

HK MSG90: MSG90 জার্মানির Heckler&Koch এর ডিজাইন করা একটি DMR। এই রাইফেল মূলত HK PSG-1 এর একটি উন্নত সংস্করণ। রাইফেলটি PSG-1 এর উপর ভিত্তি করেই ডিজাইন করা এবং এতে ব্যবহার করা হয় 7.62×51mm NATO রাউন্ড।
রাইফেলটি সর্বোচ্চ ১০০০মিটার দূরত্বের টারগেটে ইফেকটিভলি আঘাত করতে পারে।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR
Powered by Blogger.