কৃত্তিম বুদ্ধিমত্তার কাছে হিউম্যান পাইলটদের দিন শেষ হতে চলেছে?
আধুনিক এয়ার টু এয়ার যুদ্ধে AI টেকনোলজি কাছে হিউম্যান পাইলটদের দিন শেষ হতে চলেছে?
হিউম্যান পাইলটদের বিরুদ্ধে AI ( artificial intelligence ) টেকনোলজি কেমন পার্ফমেন্স করে তা দেখার জন্য সম্প্রতি পেন্টাগন একটি সিমুলেশন ক্লোজ কম্ব্যাট ডগফাইটের আয়োজন করে যেখানে আমেরিকান এয়ার ফোর্সের কিছু দক্ষ F-16 পাইলটের সাথে AI সফটওয়্যারের (বট) F-16 ডগফাইট করে।
কিন্তু এই ডগফাইটের রেজাল্ট আসল F-16 পাইলটদের জন্য মোটেও সুখকর হয়নি। মোট পাঁচ রাউন্ড ডগফাইটে পাঁচ বারই AI এর কাছে USAAF এর পাইলটরা পরাজিত হয়।
ধারনা করা হচ্ছে ৬ষ্ঠ প্রজন্মের পরবর্তী জেনারেশনের ফাইটার জেট গুলোতে আর পাইলট থাকবে না তার পরিবর্তে থাকবে AI সফটওয়্যার। কারন মানব পাইলটদের একটা সীমাবদ্ধতা আছে একজন দক্ষ পাইলটও ১০-১২ এর বেশি g সহ্য করতে পারেনা অন্যদিকে UAV ( Unmanned aerial vehicle) এর কোন g লিমিট বা স্প্রীড লিমিট নেই এবং বর্তমানের AI টেকনালজি একজন দক্ষ পাইলটেরচেও দ্রুত ও নির্ভূল ডিসিশন নিতে পারে যা জন্য ধারনা করা হচ্ছে AI টেকনালজির কাছে হিউম্যান পাইলটদের দিন শেষ হতে চলেছে।
ইতিমধ্যে রাশিয়া তাদের Su-57 এর UAV ভার্শন টেষ্ট করেছে যেটা নাকি পাইলট চালিতো Su-57 থেকেও ভালো পার্ফমেন্স করেছে! © আধুনিক সমরাস্ত্র
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |