রাশিয়া তাদের সু- ৫৭ ফাইটারে নতুন ইঞ্জিনের ব্যবহার শুরু করেছে

 

রাশিয়া তাদের সু- ৫৭ ফাইটারে নতুন ইঞ্জিনের ব্যবহার শুরু করেছে। এবং নতুন ইঞ্জিনের নাম হচ্ছে Izdeliye-30। রাশিয়া এতোদিন তাদের সু-৫৭ প্রটোটাইপ গুলোতে AL-41S ইন্জিন ব্যাবহার করে আসছিলো।রাশিয়া ইতোমধ্যে তাদের নতুন ইন্জিন Izdeliye-30 এর ১৯ টিরও বেশি ফ্লাইট সম্পন্ন করেছে। 

 

রাশিয়ার দাবিমতে এটি পুরাতন AL-41s ইন্জিন থেকে এডভান্স।সেখানে পুরাতন AL-41s ইন্জিনের থ্রাষ্ট ১৪২ কেএন সেখানে নতুন Izdeliye-30 ইন্জিনের থ্রাষ্ট ১৭৪ কেএন।এছাড়া এটি পুরাতন ইন্জিন থেকেও হিট সেগনিচার কম উৎপন্ন করে। এছাড়াও এর ইন্জিন নজেল বিশেষভাবে খাজকাটা রয়েছে যাতে রাডারের ওয়েব অন্য দিকে প্রতিফলিত করতে পারে।এর ফলে ফাইটারের স্টিলথ ক্ষমতা আরো বৃদ্ধি পায়।

Powered by Blogger.