এসআর-৭১ কে ইন্টারসেপ্ট করেছিলো যে বিমান
এসআর-৭১ ছিলো যুগের দ্রুতগতির বিমান।। অনেকবার সোভিয়েত এয়ারস্পেসে ঢুকা এবং অসংখ্য মিসাইল একে লক্ষ্য করে ছোড়ার পরেও এটি কখনো শ্যুট হয় নাই।এর ম্যাক ৩+ গতি,৮৮হাজার ফুটের সার্ভিস সিলিং,কম আরসিএস ও অত্যাধুনিক ইলেকট্রনিক কাউন্টারমেজার সিস্টেমের কারনে এটিকে কখনো শ্যুট করা যায় নি।
ব্ল্যাকবার্ডকে কাউন্টারের মত এর সার্ভিসলাইফের প্রথমদিকে একটিমাত্র ফাইটার ছিলো,তবে সেটি ছিলো আমেরিকান এফ-১৪টমক্যাট।এটির এইম-৫৪ ফিনিক্স মিসাইল দিয়েই কেবল ব্ল্যাকবার্ডকে শ্যুট করা সম্ভব ছিলো।। তবে সোভিয়েতদের দুর্ভাগ্য ব্ল্যাকবার্ডকে কাউন্টারে তাদের ছিলো মিগ-২৫.এটি ম্যাক ৩.২ গতি তুলতে পারলেও ইঞ্জিনের রিস্কের কারনে সাসটেইনেবিলিটি ছিলো না,তাছাড়া মিগ-২৫ এর আর-৪০ মিসাইল বড় বোম্বারের বিপক্ষে কার্যকরী হলেও ছোট আরসিএসের ব্ল্যাকবার্ডের বিপক্ষে তার ইফেক্টিভনেস কম ছিলো।।
এই অসুবিধার কারনে সোভিয়েতরা সার্ভিসে আনে মিগ-৩১ ফক্সহাউন্ড।।এটিও ম্যাক-৩ গতি তুলতে পারতো তবে তা ধরে রাখা ইঞ্জিনের জন্য বিপদজনক ছিলো।কিন্তু এতে ইন্সটল হয়েছিলো আর-৩৩ এয়ার টু এয়ার মিসাইল যার কার্যকারিতা সোভিয়েতদের মতে এইম-৫৪ এর মানের ছিলো।
তবে মিগ-৩১ তার কথা রেখেছিলো।৩১জানুয়ারি, ১৯৮৬ সালে একটি ব্ল্যাকবার্ড বিপদজনকভাবে সোভিয়েত এয়ারস্পেসের কাছে আসে।।এটিকে ইন্টারসেপ্ট করতে পাঠানো মিগ-৩১টি প্রায় ৬৫হাজার ফুট উচুতে ১০০কিলোমিটারের মত দূরত্বে ব্ল্যাকবার্ডকে টার্গেট লক করে।সোভিয়েত পাইলটরের মতে যদি ব্ল্যাকবার্ডটি সোভিয়েত এয়ারস্পেসে ঢুকতো তবে এটিকে আর-৩৩দিয়ে শ্যুট করা হতো৷
এরপরে ব্ল্যাকবার্ডের সোভিয়েত এলাকায় ঢুকা তুলনামূলক কমে যায়।এরপরে ১৯৮৬ সালের ৩জুন আরেকটি ব্ল্যাকবার্ডকে ইন্টারসেপ্ট করতে ব্যারেন্ট সাগর এলাকায় ৬টি মিগ-৩১ পাঠানো হয়।
এই ঘটনার পরে ব্ল্যাকবার্ডগুলা সোভিয়েত এয়ারস্পেসের বাইরে থেকে গোয়েন্দা কাজ পরিচালনা করতো।এর কিছুবছরের মধ্যেই আমেরিকার এয়ারফোর্স তাদের সকল ব্ল্যাকবার্ড অবসরে পাঠায়।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |