চাদে পাঠানো রকেটার উচ্চতা ছিলো একটি ৩৮ তলা বিল্ডিং এর সমান
আপনি
কি জানেন চাদে পাঠানো রকেটার উচ্চতা ছিলো একটি ৩৮ তলা বিল্ডিং এর
সমান।সাটার্ন ভি বা Saturn -V হচ্ছে এই যাবত কালের সবচেয়ে বড় এবং পাওয়ারফুল
রকেট।যেটি কিনা ১৯৬৯ সালে চাঁদ পাঠানো এপেলো স্পেস এয়ারক্রাফট বহন
করছিলো।এই দানব আকৃতির রকেটির উচ্চতা ছিলো ৩৬৩ ফুট।যা কিনা একটা একটি ৩৮
তলা বিল্ডিং এর সমান। এই দানব আকৃতির রকেটটির উজন প্রায় ২৯৭০ টন।তিন
স্টেজের রকেটটি লাইফ টাইম ১৭+ মিনিট। এবং এর প্রথম স্টেজের ইন্জিন থ্রাষ্ট
৩৫১০০ কেএন।এফ-২২ রাপ্টরের ইন্জিন থ্রাষ্ট ১৫৬ কেএন😄।
এটি
প্রায় ১৪০টন পেলোড নিতে পারে।এই রকেটটি একবার লাঞ্চ করতে তৎকালীন আমলে
প্রায় ১৮৫ মিলিয়ন খরচ হয়।যার বর্তমান মূল্য ১.২৩ বিলিয়ন ডলার।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |