সামুদ্রের দানব টাইফুন ক্লাস সাবমেরিন
টাইফুন ক্লাস সাবমেরিনটি এক কথায় সামুদ্রের দানব। এটির সব থেকে ইউনিক দিক হচ্ছে,ক্রুদের নিরাপত্তার ব্যাবস্থা । কারন তৎকালিন নিউক্লিয়ার ওয়ারহেড গুলো থেকে যে রেডিয়েশন বের হত,তা থেকে বাচতে অন্য সাবমেরিন গুলোতে আলাদা কোন শিল্ড ছিল না। টাইফুন ক্লাস সাবমেরিন গুলোতে এই রেডিয়েশন থেকে ক্রুদের বাচাতে আলাদা শিল্ড দেয়া ছিলো।যা কিনা ঐ রেডিয়েশন কে বাইরে ঠেলে দিতো।তাছাড়া ক্রুদের জন্য জিম থেকে শুরু করে সুইমিং পুল, হটওয়াটার পুল, কনফারেনস রুম সবই ছিলো।
একনজরে টাইফুন ক্লাস সাবমেরিনের স্পেসিফিকেশানঃ
♦48 হাজার টন ওজন (সাবমের্জ অবস্থায়)
♦৫৭৪ ফুট লম্বা (আকারে ৫টা মিডায়েম ফুটবল মাঠের সমান)
♦৭৫.৬ ফুট চাওড়া
♦৪০ ফুট উচ্চতা (৫ তলা বিল্ডিং এর সমান)
♦৫০ কিঃমিঃ গতিতে চলতে পারে আনলিমিটেড রেন্জে।
♦১৩০০+ ফুট গভীরতায় যেতে সক্ষম
♦একটানা ১৫০+ দিন ডুবান্ত অবস্থায় থাকতে পারে।
♥♥টাইফুন ক্লাস সাবমেরিনের অস্ত্র হিসাবে রয়েছে...
♦২০টি RSM-৫৬ বুলবা মিসাইল। ২০০টি ওয়ারহেড সহ।এবং ২০০টি শহরের ধব্বংস করার ক্ষমতা রাখে।
♦১টি 9K38 ইগলা স্যাম
♦৬টি ৫৩৩ মি মি টর্পেডো টিউব
♦RPK-2 Viyuga ক্রুজ মিসাইল
♦টাইপ ৫৩ টর্পেডো
♦D-19 লান্চ সিস্টেম
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |