খুলনা শিপইয়ার্ডে তৈরিকৃত সেল্ফ প্রপেল্ড ফ্লোটিং ক্রেন

 

সেল্ফ প্রপেল্ড ফ্লোটিং ক্রেন

খুলনা শিপইয়ার্ডে সদ্য তৈরি হওয়া Self Propelled Floating Crane। ৪১ মিটার দৈর্ঘ্যের এই জাহাজটি কোস্ট গার্ডের বহরে যুক্ত হয়েছে।

কি এই সেল্ফ প্রপেল্ড ফ্লোটিং ক্রেন?

এটা এক ধরনের বিশেষ ক্রেন যা বিভিন্ন জাহাজ, বার্জ, বা ফ্লোটিং ড্রাই ডকে লাগানো থাকে৷ ছবিতে দেখতে পাচ্ছেন একটি ক্রেন জাহাজটির পেছন দিকে লাগানো। এই ক্রেনটির সাহায্যে এর বহনক্ষমতার মাঝে যেকোনো কিছু ওঠানো যায়, স্থান পরিবর্তন করা যায়। বিধ্বস্ত স্পিড বোট আকৃতির জলযান উদ্ধার, কিংবা নদীতে ড্রেজারের পাইপ সরাতে এবং পরিবহন করতে মূলত এই জাহাজগুলো ব্যবহৃত হয়।

দেশে এই ধরনের ছোটখাটো নানা রকমের জাহাজ তৈরির মাধ্যমে আমাদের জাহাজ শিল্প উন্নত হচ্ছে এবং লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে৷ যা ভবিষ্যতে সুফল বয়ে আনবে।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR


Powered by Blogger.