আরব আমিরাত আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন কিনছে

 


মধ্যপ্রাচ্যের দেশগুলার কাছে আমেরিকা বিভিন্ন সফিস্টিকেটেড অস্ত্র বিক্রি করলেও আমেরিকান মিত্র দেশগুলা ব্যাকবোন ড্রোন হিসাবে চায়নিজ ড্রোনই ব্যাবহার করে থাকে।মধ্যপ্রাচ্য থেকে উত্তর আফ্রিকার যুদ্ধক্ষেত্রগুলাতে সর্বোত্র চায়নিজ ড্রোন ব্যাবহার হয়েছে।ইয়েমেনে হুথিদের উপরে,সিনাইতে আইএসের উপরে হামলা ও লিবিয়ায় খলিফা হাফতার তার ড্রোন হিসাবে চায়নিজ ড্রোন ব্যাবহার করছে।

আমেরিকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক হলেও সাধারনত তার লেটেস্ট টেকনোলজির অস্ত্র ইজরাইল বাদে অন্য দেশগুলার কাছে বিক্রি করে না।অপরদিকে চীন এতসব বাধ্যবাধকতা না রেখে অস্ত্র বিক্রি করে যাচ্ছে।
চায়নিজ ড্রোনের লাইসেন্স ফ্যাক্টরি ইতিমধ্যে পাকিস্তান, সৌদি আরব ও মিয়ানমারে তৈরি হয়েছে। চীন প্রধানত দুই সিরিজের ড্রোন রপ্তানি করছে এবং উভয়ই যথেষ্ট সফলতা অর্জন করেছে।একটি হচ্ছে সিএইচ রেইনবো সিরিজ যার সবচেয়ে জনপ্রিয় ভার্সন সিএইচ-৪ ইতিমধ্যে মিসর,ইরাক ও জর্ডানের কাছে বিক্রি করেছে।এর পূর্ববর্তী ভার্সনও নাইজেরিয়া সফলভাবে বোকো হারামের বিপক্ষে ব্যাবহার করেছে। অপর সিরিজটি হলো উইং লুং সিরিজ যা আরব আমিরাত ও লিবিয়ায় হাফতার ব্যাবহার করে।এই দুই সিরিজের ড্রোনই যথেষ্ট উচ্চতায় উড়া,পেলোড বহন,ও লং রেঞ্জ রয়েছে।তাছাড়া একটি সিএইচ-৪ ড্রোনের দাম ৪মিলিয়ন ডলার যেখানে একটি এমকিউ-৯ রিপারের দাম ১৬ মিলিয়ন ডলার।
কিন্ত তবুও মধ্যপ্রাচ্যের দেশগুলা বিশেষ করে আরব আমিরাত আমেরিকান ড্রোনের দিকেই ঝুকছে।ড্রোন প্রযুক্তিতে আমেরিকা এখনো বিশ্বের প্রথম স্থানে আছে।চায়নিজ ড্রোনগুলার মান ভালো হলেও তা এখনো আমেরিকার সমকক্ষ না।আমেরিকা ইতমধ্যে আরব আমিরাতের কাছে সারভাইল্যান্স ড্রোন প্রিডেটর বিক্রি করতে রাজী হলেও রীপার বিক্রি করতে অস্বীকৃতি জানায় কারন এতে প্রতিপক্ষের কাছে ড্রোনটির অনেক গোপনীয়তা চলে যাওয়ার ভয় ছিলো।আরব আমিরাত ইজরাইলের সাথে শান্তিচুক্তি করায় এফ-৩৫ এর সাথে আমেরিকা আরব আমিরাতের কাছে রিপার ড্রোনও বিক্রি করতে পারে।তাছাড়া ২০০৭ সাল থেকে আমেরিকার সার্ভিসে থাকা এই ড্রোন সিস্টেমটি আমেরিকা আরো উন্নত সিস্টেম দিয়ে রিপ্লেস করতে যাচ্ছে।তাই বলা যায় এফ-৩৫ এর পরেই আমেরিকা সম্ভবত রিপারও আরব আমিরাতের কাছে বিক্রি করতে যাচ্ছে,যা হয়তো ভবিষ্যতে ইয়েমেন ও লিবিয়ার ব্যাটলফিল্ডে ব্যাবহার হবে।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR

Powered by Blogger.