মিসাইল হামলা থেকে বাঁচতে ব্যবহৃত যুদ্ধবিমানের চ্যাফ-ফ্লেয়ার কিভাবে কাজ করে?

 


আপনারা হয়তো যুদ্ধবিমান নিয়ে বিভিন্ন ভিডিওতে যুদ্ধবিমান কর্তৃক নিক্ষেপিত আতশবাজি টাইপের কিছু দেখেছেন।আজকে সেগুলো নিয়েই আলোচনা করবো।

➡ফ্লেয়ার:
শুরুটা ফ্লেয়ার দিয়েই করলাম।কেননা কমবেশি সবাই ফ্লেয়ার চিনেন।আপনারা জানেন যে যুদ্ধবিমানের ইন্জিন প্রচন্ড উত্তাপ সৃষ্টি করে।এই হিট সিগনেচার মানেই ইনফ্রারেড ওয়েভ।তাই যেসব মিসাইল ইনফ্রারেড গাইডেড অর্থাৎ তাপের পিছনে বা ইঞ্জিনের নির্গত ইনফ্রারেড ওয়েভকে ফলো করে ছুটে তাদেরকে ধোঁকা দেয়ার জন্য এসব ম্যাগনেশিয়াম পিলেটের তৈরি ফ্লেয়ার টাইপের কাউন্টারমেজার ব্যবহার করা হয়।বিমান তার গতি খানিকটা কমিয়ে দিয়ে(যাতে ইন্জিন তুলনামূলক কম গরম হয়) ডানে-বায়ে ফ্লিপফ্লপ ম্যানুভার করতে করতে ফ্লেয়ার লঞ্চ করে।এই ফ্লেয়ার গুলো মুহূর্তেই প্রায় ২হাজার ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সৃস্টি ও ইনফ্রারেড ওয়েভ নিঃসরণ করে ফলস হিট সিগনেচার তৈরি করে যা বিমানের ইঞ্জিনের জেট নজেলের তাপমাত্রা থেকে অনেক বেশি।এছাড়া একসাথে একাধিক ফ্লেয়ার ছোড়া হয় বলে একাধিক হিট সিগনেচার তৈরি হয়।ফলে কোনটা বিমান আর কোনটা ফ্লেয়ার সেটা বুঝতে পারেনা মিসাইল।ফলে হিট সিকিং মিসাইলের সেন্সর ফ্লেয়ারকে বিমান ভেবে হামলা করে।এভাবেই বেঁচে যান পাইলট।
কিন্তু সব মিসাইল তো আর ইনফ্রারেড গাইডেড নয়।রাডার গাইডেড মিসাইল থেকে বাঁচতে আরেক ধরণের কাউন্টারমেজার ব্যবহার করা হয়।একে চ্যাফ (chaff) বলে।


➡চ্যাফ:
চ্যাফ জিনিসটা আসলে কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে রাডার কিভাবে কাজ করে এবং রাডার গাইডেড মিসাইল কিভাবে কাজ করে।
RADAR এর পূর্ণরূপ হলো Radio Detection and Ranging।যুদ্ধবিমানের রাডার হোক বা ভূমিতে থাকা রাডার হোক।সব রাডারই প্রতিনিয়ত চারদিকে রেডিও ওয়েভ ছুড়ে দেয় এবং কোনো বস্তুতে ওয়েভ/তরঙ্গটি ধাক্কা খেয়ে পুনরায় রাডারে ফেরত আসে।এভাবে একটি বস্তুর অবস্থান নির্ণয় করে রাডার।রাডার হোমিং মিসাইল আবার দুই ধরনের।এক্টিভ রাডার হোমিংগুলো নিজস্ব রাডার মডিউল বা যে বিমান/স্যাম থেকে মিসাইল ফায়ার করা হয়েছে তার রাডার ইনফরমেশন ব্যবহার করে টার্গেটের দিকে ধেয়ে যায়।এই ব্যাপারটা অনেকটা অন্ধ মানুষ কর্তৃক অন্যের শব্দ শুনে এগিয়ে যাওয়ার মত।প্যাসিভ রাডার হোমিং মিসাইল টার্গেটকৃত যুদ্ধবিমান থেকে নিঃসৃত রেডিও তরঙ্গ ব্যবহার করে শত্রু বিমানের দিকে ছুটে যায়।এই ব্যাপারটি অনেকটা আলো দেখে জোনাকি পোকা শনাক্তের মত।
এবার বলবো চ্যাফ কিভাবে মিসাইলকে ফাঁকি দেয়।এটি মূলত এলুমিনিয়াম/কপার কোটেড গ্লাস/প্লাস্টিক ফাইবার যা বিস্ফোরিত হয়ে ধোঁয়ার কুন্ডলি বা ধাতব মেঘের সৃস্টি করে।এভাবে অসংখ্য ফলস রাডার সিগনেচার তৈরি হয়।মিসাইলের ছুড়ে দেয়া রাডার ওয়েভ এসব ধাতব কণার কৃত্রিম মেঘে রিফ্লেক্ট করে এবং সেটাকেই টার্গেট ভেবে হিট করে।এভাবেই মিসাইলের হাত থেকে পাইলট নিজেকে রক্ষা করে।তবে এটাও এক্টিভ রাডার হোমিং বিভিআর মিসাইল এর হাত থেকে বাঁচার শতভাগ কার্যকর উপায় নয়।নিশ্চিত কিলিং এর হাত থেকে বাঁচার জন্য আদৌ কিছু আছে কি?
হ্যা, আছে। পরবর্তী পোস্টে আলোচনা করা হবে ইনশাল্লাহ।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR

Powered by Blogger.