আমেরিকান এয়ারফোর্স এর ৬টি মেগা প্রকল্প


আমেরিকান এয়ারফোর্স এই দশকেও তাদের এয়ার ডমিনেন্স ধরে রাখার জন্য ৬টি ধাপের একটি প্রকল্প হাতে নিয়েছে।।এই ৬টি ধাপ হলোঃ

স্কোয়াড্রন বৃদ্ধি--২০২৪ সালের মধ্যে এয়ারফোর্সের মোট স্কোয়াড্রন সংখ্যা ৫৫থেকে ৬৬টি করা হবে

ইঞ্জিন সক্ষমতা বৃদ্ধি- নতুন জেনারেশনের ফাইটারগুলার ইঞ্জিন সক্ষমতা বৃদ্ধি করা হবে।এর আওতায় এফ-২২ র্যাপ্টর ও এফ-৩৫ লাইটনিং এর রেঞ্জ বৃদ্ধি,এক্সেলারেশন,গতি ও আল্টিচিউড বৃদ্ধি করা হবে
নতুন এভয়নিক্স--৪র্থ জেনারেশনের ফাইটারগুলাতে নতুন এভয়নিক্স,ডিজিটাল রাডার ও সফটওয়্যার বেইজড রেডিও ইন্সটল হবে।মূলত এয়ারফোর্সের এফ-১৬ গুলাকে এই প্রোগ্রামের আন্ডারে ডেভেলপ করা হবে
নতুন জেনারেশনের আপগ্রেডেশন--৫ম প্রজন্মের এফ-২২ ও এফ-৩৫ গুলাতে অত্যাধুনিক ডাটা কম্যুনিকেশন,সাইবার , কম্যুনিকেশন ও সফটওয়ার সিস্টেম আপগ্রেড করা হবে।
অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম --এফ-১৫গুলাতে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইন্সটল হবে যা আকাশে ইলেকট্রনিক যুদ্ধে এফ-১৫গুলাকে সাহায্য করবে
এফ-১৫ এক্স--আমেরিকান এয়ারফোর্সের এয়ার সুপেরিওটির জন্য ১৪৪টি এফ-১৫ এক্স সুপার ঈগল বহরে যুক্ত হবে যা এফ-২২ ও এফ-৩৫ এর সাপ্লিমেন্ট হিসাবে ব্যাবহার হবে।।
আমেরিকান এয়ারফোর্সের বেশিরভাগ এফ-১৫ ও এফ-১৬ ২০৩০ এর আগেই রিপ্লেস করার পরিকল্পনা রয়েছে।।তাদের বর্তমান বহর দিয়েই তারা যেকোন দেশের থেকে অনেক এগিয়ে রয়েছে।।এই প্রোগ্রামের আওতায় নিকট ভবিষ্যতেও আমেরিকান এয়ারফোর্সের কাছাকাছি আসারও কোন সম্ভাবনা কোন এয়ারফোর্সের নেই একমাত্র আমেরিকান নেভির এভিয়েশন ফোর্স ছাড়া। © আধুনিক সমরাস্ত্র

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR

Powered by Blogger.