ইনকামিং মিসাইল কোড হিসেবে Fox 1, Fox 3 দিয়ে কি বুঝায়?
কোনো সিমুলেশন ভিডিওতে বা মুভিতে ইনকামিং মিসাইল বুঝাতে পাইলটকে চিল্লাইয়া গলা ফাটাইতে দেখছেন?
>Fox 1 inbound, break left, break left.... উইংম্যানের সতর্কবার্তা শুনেই ফর্মেশন ভেঙে এদিক সেদিক ছড়িয়ে পড়লো যুদ্ধবিমানগুলো।
>Fox 2 in my tail, making hard right, deploying countermeasures (flare) --- অতঃপর একগাদা আতশবাজির ফ্লেয়ার ছেড়ে পাগলা কুত্তার দৌড়ানি খাওয়ার মত বিমান নিয়ে ম্যানুভার করতে শুরু করলো পাইলট।
> Shit! It's Fox 3!
I didn't have TRD.
Wingman : drop your tank and reduce altitude -- may god help you. এক্সটার্নাল ফুয়েল ট্যাংক ফেলে দিয়েই ভূমির দিকে বিমান নিয়ে ডাইভ দিলো পাইলট। আজকে উনার আকাশ ভরা তারা,
হো*গা ম্রা সারা
>Fox 4, fox 4, I got boogie in my tail, request assist -- বলেই পাইলট এমনভাবে ম্যানুভার করছে যেন ভিমরুলের কামড়ানি খাওয়া থেকে বাঁচতে চাইছে (মাদারবোর্ড, উইংম্যান। তুই কই গেছস হ্লার পো )
Fox 1 : সেমি এক্টিভ রাডার হোমিং মিসাইল বুঝানো হয়। এক্টিভ রাডার হোমিংয়ে ট্রান্সসিভার থাকলেও সেমি এক্টিভ সিস্টেমে মিসাইলে শুধুমাত্র রাডার ওয়েব রিসিভার থাকে। বিমানের রাডার থেকে নির্গত তরঙ্গ শত্রুবিমানে প্রতিফলিত হয়ে মিসাইলের রিসিভারে যায় এবং মিসাইল টার্গেট খুঁজে পায়। তবে এটি বর্তমানে শতভাগ কার্যকর নয়। কেননা বর্তমান যুগের বিমানে উন্নত আর্লি ওয়ার্নিং সিস্টেম থাকায় শত্রু বিমান আপনাকে ফায়ার কন্ট্রোল রাডারে lock করতে চাইলে আপনি টের পেয়ে যাবেন এবং আপনি যদি ম্যানুভার করে বা চ্যাফ ডেপ্লয় করে lock ভেঙে দিতে পারেন তবে মিসাইল টার্গেট খুঁজে পাবে না। চ্যাফ হচ্ছে এমন এক কাউন্টারমেজার যা শত্রু রাডারকে সাময়িক অন্ধ করে দেয়।
fox 2 : ডগফাইটে সবচেয়ে কার্যকর মিসাইল কোনটি? অনেকে বলবেন বিভিআর মিসাইল। আরে মিয়া বেয়োন্ড ভিজ্যুয়াল রেঞ্জের বাইরে থেকে মিসাইল মারলে ঐটা ডগফাইট হলো ক্যামনে। খেলা শুরুর আগেই শেষ
ডগফাইটে সবচেয়ে কার্যকর মিসাইল হলো ইনফ্রারেড হোমিং মিসাইল (হিট সিকিং মিসাইল বলে যাকে চিনেন আপনারা)। এগুলো শত্রুবিমান থেকে নির্গত ইনফ্রারেড সিগনেচার অনুসরণ করে।অর্থাৎ ইঞ্জিনের তাপ যেখানে, মিসাইল মামু সেখানে এগুলোর শর্ট রেঞ্জ কিন্তু প্রচন্ড গতি হওয়ায় এই মিসাইল ফায়ারের পর আপনি সামান্য সময় হাতে পাবেন। এরই মধ্যে হার্ড ম্যানুভার করে ফ্লেয়ার লঞ্চ করতে পারলে মিসাইল ফলস টার্গেটে ব্লাস্ট হবে। নয়তো আপনার বিমানের গরম ass এর পিছনে বখাটে ছেলের মত মাল (i mean ফুয়েল) শেষ না হওয়া পর্যন্ত ঘুরঘুর করবে। ফ্লেয়ার হচ্ছে এমন এক ধরনের কাউন্টারমেজার যা বিমানের ইঞ্জিনের চেয়েও প্রচন্ড তাপ সৃষ্টি করে। ফলে মিসাইল বেকুব হয়ে ভুয়া টার্গেটে হিট করে।
চ্যাফ/ফ্লেয়ার কিভাবে কাজ করে বিস্তারিত :
Fox 3 : মানে এক্টিভ রাডার হোমিং মিসাইল। এন্টি এয়ারক্রাফট এর পাশাপাশি এন্টিশিপ মিসাইল ও এই শ্রেণীর হয়। ঐসব চিল্লানির নেভাল ভার্শন অনেকটা এরকম।
CIC : Second Fox 3 incoming! Third Fox 3 incoming!
Captain : Hard left rudder, activate countermeasures system, launch chaff
এক্টিভ রাডার হোমিং মিসাইলে বিমানের ফায়ার কন্ট্রোল রাডারের মাধ্যমে মিসাইলকে নির্দিষ্ট দূরত্ব গাইড করা হয়। অতঃপর মিসাইলের নিজস্ব রাডার মডিউল (সহজভাবে বুঝানোর জন্য বললাম) টার্গেটকে ক্রমাগত সার্চ এন্ড ট্র্যাক করতে থাকে। চ্যাফ ও ম্যানুভারের মাধ্যমে কদাচিৎ বিভ্রান্ত করা যায়। ফলে এসব মিসাইলকে কিলজোনের মধ্যে ফাঁকি দেয়া প্রায় অসম্ভব। টাওয়েড রাডার ডিকয় (TRD) থাকলে ভিন্ন কথা। (এটা কিভাবে কাজ করে পরে রিপোস্ট দিব)
Fox 4 : এটি কোনো অফিশিয়াল কোড নয়। তবে শত্রুবিমান মেশিনগান ফায়ারিং শুরু করলে এই কোড ব্যবহার করা হয়। এসময় পাইলটের উইংম্যানের সাহায্যের দরকার হয়। বিভিন্ন ধরনের এয়ার কমব্যাট ম্যানুভারের মাধ্যমে পিছু নেয়া শত্রুবিমানকে খসানো হয়। ভবিষ্যতে এ নিয়ে বিস্তারিত লিখবো। আজকের মত এখানেই 'ওভার এন্ড আউট'
পুনশ্চ : পাইলটের প্রকৃতির ডাকে ইমারজেন্সিভাবে সাড়া দিতে চাইলে fox কোড কি হবে তা লিখে যান
© আধুনিক সমরাস্ত্র অবলম্বনে এমআরনাইন