সোয়াস্তিকা চিহ্ন সংবলিত সোভিয়েত টি-৩৪ ট্যাংক
তবে এখানে থাকা এই স্বস্তিকা চিহ্নটি জার্মানদের নয়,বরং ফিনিশদের।।ফিনিশ আর্মড ফোর্স ১৯১৮ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত তাদের এয়ারক্রাফট ও বিভিন্ন ইকুইপমেন্টে স্বস্তিকা চিহ্ন ব্যাবহার করতো।
উইন্টার ওয়ারের সময়ে ফিনল্যান্ড প্রচুর পরিমাণে সোভিয়েত রেড আর্মির টি-৩৪ ট্যাংক আটক করে।তখন তারা অনেক ট্যাংকে স্বস্তিকা চিহ্ন ব্যাবহার করে নিজেরা ব্যাবহার করা শুরু করে।