বাংলাদেশের সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র
OTOMAT MK2 Block IV. এটি একটি অত্যাধুনিক সার্ফেস টু সার্ফেস ক্রুজ বা অ্যান্টিশিপ মিসাইল। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি বাংলাদেশ নৌবাহিনী বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেটে ব্যবহার করে।
OTOMAT মিসাইল সার্ভিসে আসে ১৯৭৭ সালে, ইতালিয়ান Oto Marala এবং ফরাসি Matra কোম্পানির মাধ্যমে। বর্তমানে অটোম্যাট উৎপাদন করে এমবিডিএ। অটোম্যাট সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ হচ্ছে এই এমকে২ ব্লক ফোর।
ধরনঃ অ্যান্টিশিপ-ক্রুজ মিসাইল।
ওজনঃ ৭৮০ কেজি।
দৈর্ঘ্যঃ ৪.৪৬ মিটার।
ব্যাসঃ ০.৪০ মিটার।
ইঞ্জিনঃ টার্বোজেট ইঞ্জিন।
সর্বোচ্চ গতিঃ ১১০০ কিমি (ম্যাক ০.৯১ হাই সাবসনিক)।
সর্বোচ্চ পাল্লাঃ ১৮০ কিলোমিটার।
গাইডেন্স সিস্টেমঃ জিপিএস এবং ইনারশিয়াল এক্টিভ রাডার সিস্টেম।
ওয়ারহেডঃ ২২০ কেজির উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক।