ল্যান্ড মাইন !

ল্যান্ড মাইন

ল্যান্ড মাইন, প্রত্যেকটি সামরিক সদস্যের আতংকের আরেক নাম। এটি এমন একটি বিস্ফোরক ডিভাইস যা মাটির নিচে গোপনে পুতে রাখা হয় শত্রু বাহিনীকে লক্ষ্য করে। মাটির নিচে পুঁতে রাখার ফলে সচরাচর সৈনিকদের দৃষ্টি গোচর হয় না। তবে এই মরণ ফাঁদে একবার পা দিলেই হলো। এর থেকে বাচার উপায় খুবই কম, যদি পার্সেন্টেজ হিসাবে বলি ৩০-৪০% সৈনিক মাইনে পা দিয়ে বেচে ফিরে আসতে পেরেছে। মাইনকে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে এর এক্সপ্লোশনের কারণে সৈনিকের পা উড়ে যায় বা ছিন্ন বিন্ন হয়ে যায়। আর এভাবে ডিজাইন করার কিছু কারণও রয়েছে।

যুদ্ধে একজন আহত সৈনিককে বহন করে স্থান ত্যাগ করার গতি প্রায় শ্লথ হয়ে যায়। তাছাড়া এর ফলে বাকি সৈনিকদের মনে ভীতির সঞ্চার হয়, যার ফলে অনেকেই মনোবল হারিয়ে ফেলে। আর যার এডভান্টেজ পায় অপনেন্ট। এই মাইনের কারনে ভিয়েতনাম যুদ্ধে প্রায় ১০ হাজার আমেরিকান সৈন্য তাদের পা হারায়।
ল্যান্ড মাইন !


এবার আসি আসল কথায়, ল্যান্ড মাইন সাধারণত দুইরকমের হয়ে থাকে।
১/ এন্টি ট্যাংক মাইন
২/ এন্টি পারসোনাল মাইন
এন্টি ট্যাংক মাইন সাধারণত বাহিনীর ট্যাংক এবং সাথে অন্যান্য যানবাহন ধংস করার জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে এন্টি পার্সোনাল মাইন সাধারণত বিশেষ এলাকাকে কেন্দ্র করে এর ডিফেন্সের জন্য ব্যবহার করা হয়। যেনো শত্রু দল ঐ নির্দিষ্ঠ এলাকায় প্রবেশ করতে না পারে।

সর্বপ্রথম আমেরিকান গৃহ যুদ্ধের (১৮৬১-১৮৬৫) অল্প কিছু মাইনের ব্যবহার লক্ষ্য করা যায়।
সবচেয়ে বেশি হারে মাইন ব্যবহার করা হয় দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় থেকে। মোটামুটি এরপর থেকে মাইনের ব্যবহার চারদিকে ছড়িয়ে পরে। বিশেষ করে উল্লেখ করার মতো মাইন ব্যবহার হয়েছে ভিয়েতনাম যুদ্ধে, কোরীয় যুদ্ধে, গালফ যুদ্ধে।

একটি আন্তর্জাতিক জরীপে দেখা যায় বিশ্বের ৭৮ টি দেশে এই পার্সোনাল মাইনের জন্য প্রতিবছর ১৫ থেকে ২০ হাজার বেসামারিক মানুষ নিহত হয়। এই বেসামরিক নিহতের ঘটনার জন্য বিভিন্ন সংস্থা মাইন ব্যবহার বন্ধের জোরালো দাবি জানায়।

বাংলাদেশ ১৯৯৭ সালে মাইন উৎপাদন এবং ব্যবহার বন্ধ বিষয়ক চুক্তি( যা 'ওটাওয়া' নামে পরিচিত) চুক্তি সাক্ষর করে। এখন পর্যন্ত বিশ্বের ১৬২ টি দেশ চুক্তি সাক্ষর করেছে। উক্ত চুক্তি সাক্ষর করার কারনে বাংলাদেশ বিপুল সংখ্যক রিজার্ভ করা মাইন ধংস করে দেয়। যার জন্য বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে কখনই মাইন ব্যবহার করতে পারবে না। কিন্তু আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত এবং মিয়ানমার চুক্তি সাক্ষর না করায় এখনো ব্যবহার করে যাচ্ছে।


নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

সাবস্ক্রাইব করুন আমাদের  ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR
Powered by Blogger.