১৯৭১ –এ ফিলিস্তিনের পত্রিকা, বাংলাদেশ নিয়ে তাদের আকুতি


ইউরোপ থেকে বিতাড়িত হয়ে আরবে আশ্রয় নেয়া ইসরায়েল তখন ফিলিস্তিনের বিশাল অংশ জবরদখল করে ফিলিস্তিনিদেরই তাড়িয়ে দিল। হত্যা, জুলুম, নির্যাতন চলছে নজিরবিহীনভাবে৷ হিটলারের গণহত্যার শিকার হওয়া জাতি নিজেই গণহত্যাকারীর রূপ নিল।
তখন মজলুম ফিলিস্তিনিরা বুঝতে পেরেছিল, একটা স্বাধীন ভূখণ্ডের কী জরুরত৷ সেই তাড়না থেকেই বাংলাদেশের স্বাধীন অস্তিত্বের প্রতি সমর্থন জানায় তারা। পাকিস্তানি হানাদারদের চালানো গণহত্যাকে ইহুদি আগ্রাসনের সাথে তুলনা করে বলে, 'বাংলাদেশ- এ সেকেন্ড প্যালেস্টাইন।'

পাকিস্তানিদের মুসলিম পরিচয় নয়, মজলুমের আর্তনাদই গুরুত্ব পেয়েছিল তখন। বাংলাদেশ স্বাধীন হলো, সেই স্বাধীনতাকে আরবের অনেকের আগে স্বীকৃতি দিল ফিলিস্তিন। তখন বাংলাদেশকে স্বীকৃতি না দিতে পাকিস্তানের চাপ ছিল আরব দেশগুলোর ওপর, সেখানে তৎপর ছিল পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধীরাও।
দুর্ভাগ্য, আজও স্বাধীন ভূখণ্ডের জন্য লড়তে হচ্ছে তাদের।
Powered by Blogger.