রাশিয়ার ক্রাসুকা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম

 

Russia's Electronic Warfare

Krasukha বা ক্রাসুকা হচ্ছে রাশিয়ার তৈরী একটি ইলেকট্রনিক ওয়ারপেয়ার সিস্টেম। এবং এটি পৃথিবীর সেরা গ্রাউন্ড বেসড জ্যামার।২০১০ সালে সার্ভিসে আসার পর রাশিয়া এটির দুইটা ভার্সন বের করেছে। একটি ক্রাসুকা-২ ২৫০ কিলোমিটার রেন্জের এবং অপরটি ক্রাসুকা-৪ ৩০০ কিলোমিটার রেন্জের।

ক্রাসুকা জ্যামিং সিস্টেম এয়ারবোর্ন রাডার থেকে শুরু করে হোমবেসড রাডার,রাডার গাউডেড মিসাইল, ড্রোন জ্যামিং করতে পারে।এছাড়া ক্রাসুকা-৪ লো অর্বিটে থাকা স্যাটেলাইটও জ্যাম করে দিতে পারে।

ক্রাসুকা জ্যামিং সিস্টেম মূলত শক্তিশালী ইলেকট্রিক বীম প্রেরণের মাধ্যমে যেকোনো রাডার কে অন্ধ করে দেয়।তবে মিসাইলের ক্ষেত্রে ভিন্ন কথা। এটি প্রথমে মিসাইলের গাইডেন্স সিস্টেমকে জ্যাম করে দেয়,এবং তারপরে মিসাইল গুলো যাতে হুমকিস্বরূপ না হয় তা নিশ্চিত করার জন্য মিসাইলকে মিথ্যা টার্গেট দেখানো হয়।তারপর মিসাইল ক্রাসুকার দেখানো টার্গেটে গিয়ে হিট করে।
এটি বর্তমানে সিরিয়াতে অপারেশনাল রয়েছে। ২০১৯-২০ সালে এটি সিরিয়ায় বেশ কয়েকটি ড্রোন জ্যামিং করে নামিয়ে আনে।তাছাড়া এটি ইরান,আলজেরিয়া, লিবিয়া সরকারি বাহিনী ব্যাবহার করে।এছাড়া যারা সিরিয়ায় এটি টিভি-২ ড্রোনের হামলার ধব্বংস হওয়ার পর কোরালকে বিশ্বের সেরা জ্যামার বানিয়ে দিয়েছেন।তবে রাশিয়া সহ বেশ কিছু ডিফেন্স সাইট নিশ্চিত করেছে ড্রোন এট্যাকের সময় ক্রাসুকা জ্যামার অপরেশনাল ছিলো না।
সর্বশেষ আজারবাইজান -আর্মেনিয়া যুদ্ধে এটি ৬-৮ টি টিবি-২ ড্রোন জ্যামিং করে নামিয়ে আনে।


নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

সাবস্ক্রাইব করুন আমাদের  ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR
Powered by Blogger.