এস-৪০০ এবং প্যান্টাসির সিস্টেম একসাথে কেন


ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এস-৪০০ ও প্যান্টাসির একসাথে বসা এবং ছবিটি সিরিয়া থেকে তুলা।আপনার মনে প্রশ্ন আসতে পারে এস-৪০০ এবং প্যান্টাসির সিস্টেম একসাথে কেন??

মনে করুন আপনার প্রোপার্টিকে বাঁচানোর জন্য স্পেশালফোর্স সদস্য ভাড়া করেছেন। এই স্পেশালফোর্স সদস্যদের যদি নিরাপত্তার জন্য এলাকার পাতি মস্তান লাগে??

উপরের কথা মজার ভিত্তিতে বলা হলেও লং রেন্জ এয়ার ডিফেন্স সিস্টেম গুলোর নিরাপত্তার জন্য এই কথাটি প্রযোজ্য।যেমন আপনি যদি কোথাও এস-৪০০ বা এস-৩০০ মোতায়েন করেন তাহলে এটির নিরাপত্তার জন্য আপনাকে প্যান্টাসির বা বাক অথবা অন্য যেকোনো শর্ট রেন্জ স্যাম মোতায়েন করতে হবে।

লং রেন্জ এয়ার ডিফেন্স সিস্টেম গুলোর একটি কমন সমস্যা হচ্ছে ১০-১৫ কিলোমিটার রেডিয়াসের এলাকায় কোন বস্তু খুব নিচু দিয়ে উড়লে মানে ১০-২০ মিটার উঁচু দিয়ে উড়লে তাকে ডিটেক্ট করতে পারে না।

কিন্তু শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্সের ক্ষেত্রে সে সমস্যা টা নেই।আরেকটা কথা হচ্ছে লং রেন্জ এয়ার ডিফেন্স সিস্টেম গুলো যদি আপনি এক স্থান থেকে অন্য স্থানে মুভ করেন তাহলে তাকে এসকার্ট বা নিরাপত্তা দেওয়ার জন্যও শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়।



নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

সাবস্ক্রাইব করুন আমাদের  ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR
Powered by Blogger.