দক্ষিণ আফ্রিকার নতুন এডভান্স ট্রেইনার + লাইট এটাক এয়ারক্রাফট

Mwari aircraft

দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান গুলোর মাঝে প্যারামাউন্ট গ্রুপ অন্যতম। যারা ১৯৮০ এর দশকে আফ্রিকার প্রথম যুদ্ধ বিমান তৈরি করেছিল।

বর্তমানে তারা নতুন একটি লাইটওয়েট ফাইটার এয়ারক্রাফ্টের অর্ডার পেয়েছে। যার নাম রাখা হয়েছে Mwari। আফ্রিকানাস ভাষায় যার অর্থ ঈশ্বর বা দেবতা।
Mwari হবে একটি হালকা ফাইটার এয়ারক্রাফট যা আর আনুষ্ঠানিক নাম অ্যাডভান্সড হাই পারফরমেন্স রিকনাইসেন্স লাইট এয়ারক্রাফ্ট (AHRLAC)।
এতে একটি 20mm কামান সজ্জিত করা হবে। এর অস্ত্র ভাণ্ডারে থাকবে জন্য ছয়টি উইং-মাউন্ট করা হার্ড পয়েন্টও থাকবে। যা থেকে এয়ার-টু-এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড মিসাইল, গাইডেড ও আনগাইডেড রকেট এবং বোম্ব লঞ্চ করা যাবে।

এই লাইট এটাক আ্যন্ড রিকন এয়ারক্রাফটটি সার্ভিসে আসলে দক্ষিণ আফ্রিকার জন্য একটি বড় ব্রেক থ্রু হবে। প্যারামাউন্ট গ্রুপ জানিয়েছে তাদের লক্ষ্য থাকবে শুরু থেকেই এয়ারক্রাফটটি রপ্তানির জন্য কাস্টমারদের আকর্ষণ করা। 

Powered by Blogger.