জেরুজালেম বিজয় ইতিহাস

 

Jeruzalem

১১৮৭ সালের আজকের দিনে প্রায় ১৩ দিনের অবরোধ শেষে জেরুজালেম বিজয় করেন মিসরের সুলতান সালাউদ্দিন আইয়্যুবী।এর মাধ্যমে দ্বিতীয়বারের মত জেরুজালেম বিজয় করে মুসলমানরা।


১১৮৭ সালের ৪জুলাই হাতিনের যুদ্ধে ৫টি ক্রুসেডার রাজ্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন সুলতান সালাউদ্দিন আইয়্যুবী।এরপর একে একে ক্রুসেডারদের থেকে আক্রা,নাবলুস,জাফা,টরন,সিডন, বৈরুত ও আসকালন পুনরুদ্ধার করেন।১১৮৭ সালের ২০সেপ্টেম্বর তিনি জেরুজালেম অবরোধ করেন এবং ১৩দিন পরে ২অক্টোবর শহরটি আত্নসমর্পণ করে।

জেরুজালেম বিজয়ের পরে ক্ষমার নজিরবিহীন উদাহরণ দেখান সালাউদ্দিন আইয়্যুবী।আস্তাবল ও পানশালা বানানো মসজিদগুলাকে আবার প্রার্থনার কাজে ব্যাবহার শুরু হয়।খ্রিস্টান ধর্মের পবিত্র স্থানগুলা কন্সটান্টিনোপলের প্যাট্রিয়াকের তত্বাবধানে দেওয়া হয়।

সালাউদ্দিন আইয়ুবীর জেরুজালেম বিজয়ের খবর শুনে রোমের পোপ হার্ট এটাক করে মৃত্যুবরণ করে।নতুন পোপের মুসলমানদের বিরুদ্ধে নতুন ক্রুসেডে যোগ দেয় ইংল্যান্ডের রাজা রিচার্ড দা লায়নহার্ট,ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস ও জার্মানি,অস্ট্রিয়া এবং ইতালির সম্রাট ফ্রেডরিক বারবারোসা



নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

Powered by Blogger.