লকহিড মার্টিন এসআর-৭১ ব্ল্যাকবার্ড এর প্রোডাকশন লাইন।









লকহিড মার্টিন এসআর-৭১ ব্ল্যাকবার্ড এর প্রোডাকশন লাইন। ষাটের দশকে যখন এটির উৎপাদন শুরু করা হয় তখন এটি ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম গোপন প্রজেক্ট। এসআর-৭১ ব্ল্যাক বার্ডের ডিজাইনার ছিল লকহিড মার্টিনের স্কান্ক ওয়ার্কস যারা পূর্ববর্তী ইউ-২ এবং পরবর্তীতে স্টেলথ এফ-১১৭, এফ-২২ এবং এফ-৩৫ ডিজাইন করেছে। এই স্কান্ক ওয়ার্কসের একটি ইউনিক দিক হল এরা সব প্লেনের ডিজাইন প্রোডাকশন লাইনের ওয়ার্কারদের সাথে মিলে করে যাতে তারা সহজেই বিমানগুলো তৈরী করতে পারে। অর্থাৎ, ডিজাইনের সমস্ত খুঁটিনাটি তথ্য ওয়ার্কাররা জানে এবং কেউ যাতে কোন তথ্য ফাঁস না করতে পারে সেটা লক্ষ্যরাখা অত্যন্ত ব্যায় সাপেক্ষ হয় যা স্কান্ক ওয়ার্কসের তৈরী বিমানগুলোর প্রোগ্রাম কষ্ট বেশি হওয়ার অন্যতম কারণ.....
Powered by Blogger.