যারা এখনো বাংলাদেশ বিমানবাহিনীর AW139 ব্র্যান্ড নিউ হেলিকপ্টার দেখেন নাই!!! সরাসরি দেখতে চাইলে আজ বেলা ১২ টায় বিজয় স্মরণীর মোড়ে নভো থিয়েটারের সামনে দাড়িয়ে থাকবেন!!
বাংলাদেশ বিমানবাহিনীর AW139 ব্র্যান্ড নিউ হেলিকপ্টার |
যারা এখনো বাংলাদেশ বিমানবাহিনীর AW139 ব্র্যান্ড নিউ হেলিকপ্টার দেখেন নাই!!!
সরাসরি দেখতে চাইলে আগামীকাল বেলা ১২ টায় বিজয় স্মরণীর মোড়ে নভো থিয়েটারের সামনে খাড়ায়া থাকবেন!!
ইনশাআল্লাহ তিনটা বেল-২১২ আর তিনটা Mi-17sh কে লিড দিয়ে দুইটা AW139 মাথার উপর দিয়া উইড়া যাবে।
এই হেলিকপ্টারের রোটর ব্লেড ৫ টা। উপর দিয়ে যাওয়া সময় শব্দ নাই বললেই চলে! !!
এটা বাংলাদেশ বিমানবাহিনীর সবচেয়ে লাক্সারিয়াস হেলিকপ্টার। এর আছে Auto-rover facility যার সাহায্যে পাইলট ছাড়াও মাঝ আকাশে এটা স্থির দাড়ায়া বা প্রি-কমান্ড অনুযায়ী চক্কর দিতে সক্ষম! !!
দুইজন পাইলট সহ এর ধারণ ক্ষমতা ১৭ জন! ইতালির অগাস্টা-ওয়েস্টল্যাণ্ড ও আমেরিকার বেল হেলিকপ্টার কোম্পানি যৌথভাবে এটি ডেভেলপ করেছে।
তথ্য ও ছবি- আধুনিক সমরাস্ত্র।