ম্যাকডোনেল ডগলাস এফ/এ-১৮ হর্নেট।

ম্যাকডোনেল ডগলাস এফ/এ-১৮ হর্নেট


ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স কিংবা নেভিতে যে সব বিমান রয়েছে তাদের নাম সাধারণত যেকোন একটি অক্ষর যেমন 'এফ', 'এ', 'বি' কিংবা 'সি' দ্বারা শুরু হয়। এই সব অক্ষর কিন্তু শুধু শুধু দেয়া হয় না। এই অক্ষরগুলোর প্রতিটি একটি নির্দিষ্ট অর্থ বহন করে যেমন 'এফ' দ্বারা ফাইটার, 'এ' দ্বারা অ্যাটাক কিংবা 'বি' দ্বারা বম্বার। কিন্তু ম্যাকডোনেল ডগলাস এফ/এ-১৮ হর্নেট হচ্ছে সর্বপ্রথম বিমান যা দুইটি টাইটেল একত্রে বহন করে (যদিও আমাদের মধ্যে অনেকেই এটিকে শুধু এফ-১৮ নামেই সম্বোধন করে থাকে)। এফ/এ-১৮ এর দুইটি লেটার কোড (এফ-ফাইটার ও এ-অ্যাটাক) দেয়ার কারণ আশির দশকে ইউনাইটেড স্টেটস নেভি এমন একটি বিমান সার্ভিসে আনার চিন্তা ভাবনা করে যা একই সাথে ভালো মানের এয়ার সুপিরিওর ফাইটার হবে এবং আক্রমণাত্মক মিশনেও অংশগ্রহন করতে পারবে। এধরণের একটি ফাইটারের জন্য তারা এফ/এ-এক্স প্রজেক্ট চালু করে এবং কিছু পরীক্ষা-নিরীক্ষার পর লাইটওয়েট ফাইটার প্রোগ্রামে এফ-১৬ এর কাছে হেরে যাওয়া এফ-১৭ তাদের পছন্দ হয়। পরে এই এফ-১৭ কে মডিফাই করে তৈরী করা হয় এফ/এ-১৮ হর্নেট বা আমেরিকার প্রথম সত্যিকারের ফাইটার অ্যাটাক এয়ারক্রাফট.....
Powered by Blogger.